Ajker Patrika

রোহিতকে হটিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক এখন গাপটিল

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৫: ০৪
রোহিতকে হটিয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক এখন গাপটিল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবার আগে ৩০০০ রানের মাইলফলকে পা রেখেছিলেন বিরাট কোহলি। কিন্তু গত কয়েক বছর ধরে নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের সাবেক অধিনায়ক। 

সেই সুযোগে এ বছরের শুরুতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে বসেন তাঁর স্বদেশি রোহিত শর্মা। তবে তিনিও সিংহাসন ধরে রাখতে পারলেন না। রোহিতকে হটিয়ে দিয়েছেন মার্টিন গাপটিল। সীমিত ওভারের এই ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক এখন নিউজিল্যান্ড ওপেনার।

গত বুধবার এডিনবরায় স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ডটি গড়েন গাপটিল। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলকের চূড়ায় ওঠেন কিউইদের এই বিধ্বংসী ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের বর্তমান রান ৩৩৯৯। দুইয়ে নেমে যাওয়ার রোহিতের রান ৩৩৭৯। ৩৩০৮ রান নিয়ে তিনে কোহলি। চারে থাকা পল স্টার্লিংয়ের রান ২৮৯৪। ২৮৫৫ রান নিয়ে পাঁচে অ্যারন ফিঞ্চ। 

গাপটিলের মাইলফলক গড়ার ম্যাচে স্কটিশদের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২২৫ রান করে ব্ল্যাক ক্যাপরা। জবাবে স্কটল্যান্ড থামে ৮ উইকেটে ১৫৭ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত