ক্রীড়া ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল। লাহোরে ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনিং জুটি জমা করে ৪৪ রান। তারপর ১২ রানে হারায় ৫ উইকেট। মাঝে সিঙ্গেল না নেওয়ায় তাওহীদ হৃদয়ের ওপর মেজাজ হারানো লিটন দাসের ব্যাপারটিও ছিল আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার মতে, ভুল করা যেন বাংলাদেশের রুটিনই হয়ে গেছে।
পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও লিটনকে ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করেন রমিজ। পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলেও রমিজ লিটনের আউট নিয়ে কথা বলেন, ‘হৃদয়ের একটা কনফিউশনের পর লিটন যেভাবে হিট করল, আমার মনে হচ্ছিল লিটনের ভেতর অনেক হতাশা ছিল। আর যে হতাশ থাকবে, সে আউট হয়েই যাবে। তাকে বুঝতে হবে, আপনার সতীর্থ ভুল করবে কিন্তু আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে।’
রমিজ মনে করেন, বাংলাদেশ দলে কেউ লম্বা সময় ধরে ব্যাট করতে পারছে না, যার বড় কারণ মানসিক স্থিতিশীলতার অভাব। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ দল প্রায় সব সময়ই এমন—প্রথম ম্যাচে ভুল করে, তারপর দ্বিতীয় ম্যাচে আরও বেশি ভুল করে এবং তৃতীয় ম্যাচে করে নতুন নতুন ভুল। তাদের ভুল করা যেন রুটিন হয়ে গেছে।’
টানা ভুল নেতিবাচক মানসিকতা তৈরি করে বললেন রমিজ, ‘এই ভুলের ধারাবাহিকতা দলে নেতিবাচক মানসিকতা তৈরি করে। শুরু থেকেই মনে হয় যে জেতা যাবে না। এই ধারণা কোনো দলে ঢুকে গেলে তা থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়।’
সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল। লাহোরে ২০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৭৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনিং জুটি জমা করে ৪৪ রান। তারপর ১২ রানে হারায় ৫ উইকেট। মাঝে সিঙ্গেল না নেওয়ায় তাওহীদ হৃদয়ের ওপর মেজাজ হারানো লিটন দাসের ব্যাপারটিও ছিল আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজার মতে, ভুল করা যেন বাংলাদেশের রুটিনই হয়ে গেছে।
পাওয়ার প্লের শেষ ওভারের পঞ্চম বলে হাসান আলির বল আলতো করে খেলেই রানের জন্য ছুটেছিলেন লিটন, দুইবার কলেও সাড়া দেননি নন স্ট্রাইকিং প্রান্তে থাকা হৃদয়, ফিরিয়ে দেন লিটনকে। এতে মেজাজ হারান বাংলাদেশ অধিনায়ক। ফিরে গিয়ে তিনি হৃদয়কে কিছু একটা বলছিলেন। তবে লিটনের মেজাজ হারানোর ব্যাপারটি নিয়ে ধারাভাষ্যকক্ষে আলোচনা করছিলেন রমিজ ও আমির সোহেল। রমিজ বলছিলেন, ‘লিটন তো রেগেমেগে আগুন।’ সোহেল জবাবে বলছিলেন, ‘এটা তো সিঙ্গেল হয় না। হৃদয় ঠিক কাজই করেছেন।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও লিটনকে ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করেন রমিজ। পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলেও রমিজ লিটনের আউট নিয়ে কথা বলেন, ‘হৃদয়ের একটা কনফিউশনের পর লিটন যেভাবে হিট করল, আমার মনে হচ্ছিল লিটনের ভেতর অনেক হতাশা ছিল। আর যে হতাশ থাকবে, সে আউট হয়েই যাবে। তাকে বুঝতে হবে, আপনার সতীর্থ ভুল করবে কিন্তু আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে।’
রমিজ মনে করেন, বাংলাদেশ দলে কেউ লম্বা সময় ধরে ব্যাট করতে পারছে না, যার বড় কারণ মানসিক স্থিতিশীলতার অভাব। সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ দল প্রায় সব সময়ই এমন—প্রথম ম্যাচে ভুল করে, তারপর দ্বিতীয় ম্যাচে আরও বেশি ভুল করে এবং তৃতীয় ম্যাচে করে নতুন নতুন ভুল। তাদের ভুল করা যেন রুটিন হয়ে গেছে।’
টানা ভুল নেতিবাচক মানসিকতা তৈরি করে বললেন রমিজ, ‘এই ভুলের ধারাবাহিকতা দলে নেতিবাচক মানসিকতা তৈরি করে। শুরু থেকেই মনে হয় যে জেতা যাবে না। এই ধারণা কোনো দলে ঢুকে গেলে তা থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে