ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন বেন স্টোকস। গত বছর দুর্দান্ত এক বছর কাটিয়েছেন তিনি। এমনকি সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তারই পুরস্কারস্বরূপ উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন আবারও। অন্যদিকে টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন সূর্যকুমার যাদব।
এ নিয়ে তৃতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টোকস। ২০২১ সালের আগের দুই বছর টানা বর্ষসেরা হয়েছিলেন তিনি। অর্থাৎ, শেষ চার বছরে তিনবার হলেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গত বছর ব্যাটে-বলেই দুর্দান্ত ছিলেন স্টোকস। ১৫ টেস্টে ৩৫.২৫ গড়ে ৮৭০ রান করেছেন তিনি। বছরের তৃতীয় সেরা ব্যাটার হওয়ার পথে ৪ ফিফটির বিপরীতে দুটি সেঞ্চুরিও মেরেছেন ৩১ বছর বয়সী ব্যাটার। শুধু যে ব্যাটিংয়েই এই অলরাউন্ডার দুর্দান্ত ছিলেন এমনটা নয়। বোলিংয়েও নজরকাড়া পারফরম্যান্স করেছেন। গত বছর ৩১.১৯ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি।
গত বছর টি-টোয়েন্টিতে যে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন সূর্যকুমার তাতে তাঁর হাতে পুরস্কার ওঠার অপেক্ষাই শুধু ছিল। ২০২২ সালে সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক বছরে সর্বোচ্চ রান করেছিলেন ভারতীয় ব্যাটার। ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেন।
এই রান করতে গেল বছর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ ও ৪৯ বলে দুটি বিধ্বংসী সেঞ্চুরিও হাঁকিয়েছেন সূর্যকুমার। টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চও মেরেছেন তিনি। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান করার তোলার সময় ৬৮টি ছক্কা মেরেছেন তিনি।
অন্যদিকে দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। আর এবারই প্রথমবারের মতো ‘উইজডেন ট্রফি উইনার’ পুরস্কার চালু করেছে উইজডেন। ব্যক্তিগত পারফরম্যান্সের এই পুরস্কার পেয়েছেন ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো।
ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন বেন স্টোকস। গত বছর দুর্দান্ত এক বছর কাটিয়েছেন তিনি। এমনকি সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। তারই পুরস্কারস্বরূপ উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন আবারও। অন্যদিকে টি-টোয়েন্টিতে বর্ষসেরা হয়েছেন সূর্যকুমার যাদব।
এ নিয়ে তৃতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টোকস। ২০২১ সালের আগের দুই বছর টানা বর্ষসেরা হয়েছিলেন তিনি। অর্থাৎ, শেষ চার বছরে তিনবার হলেন ইংল্যান্ড অলরাউন্ডার।
গত বছর ব্যাটে-বলেই দুর্দান্ত ছিলেন স্টোকস। ১৫ টেস্টে ৩৫.২৫ গড়ে ৮৭০ রান করেছেন তিনি। বছরের তৃতীয় সেরা ব্যাটার হওয়ার পথে ৪ ফিফটির বিপরীতে দুটি সেঞ্চুরিও মেরেছেন ৩১ বছর বয়সী ব্যাটার। শুধু যে ব্যাটিংয়েই এই অলরাউন্ডার দুর্দান্ত ছিলেন এমনটা নয়। বোলিংয়েও নজরকাড়া পারফরম্যান্স করেছেন। গত বছর ৩১.১৯ গড়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি।
গত বছর টি-টোয়েন্টিতে যে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছেন সূর্যকুমার তাতে তাঁর হাতে পুরস্কার ওঠার অপেক্ষাই শুধু ছিল। ২০২২ সালে সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে এক বছরে সর্বোচ্চ রান করেছিলেন ভারতীয় ব্যাটার। ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেন।
এই রান করতে গেল বছর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ ও ৪৯ বলে দুটি বিধ্বংসী সেঞ্চুরিও হাঁকিয়েছেন সূর্যকুমার। টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চও মেরেছেন তিনি। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান করার তোলার সময় ৬৮টি ছক্কা মেরেছেন তিনি।
অন্যদিকে দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি। আর এবারই প্রথমবারের মতো ‘উইজডেন ট্রফি উইনার’ পুরস্কার চালু করেছে উইজডেন। ব্যক্তিগত পারফরম্যান্সের এই পুরস্কার পেয়েছেন ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২৩ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে