Ajker Patrika

ডাচদের জয়ে সেমির আশা শেষ জিম্বাবুয়ের

ডাচদের জয়ে সেমির আশা শেষ জিম্বাবুয়ের

সেমিফাইনালের লড়াই থেকে নেদারল্যান্ডস ছিটকে গিয়েছিল আগেই। অন্যদিকে জিম্বাবুয়ের কাছে আজ ম্যাচটি ছিল সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ। অ্যাডিলেডে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে ডাচরা। তাতে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেল জিম্বাবুয়ের।

১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ৭ বলে ৮ রান করা স্টিফেন মাইবার্গের উইকেট তুলে নেন ব্লেসিং মুজারাবানি। ডাচদের স্কোর তখন ৩.২ ওভারে ১ উইকেট ১৭ রান। মাইবার্গের বিদায়ের পর উইকেটে আসেন টম কুপার। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’ডাউড-কুপার ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন। যা ডাচদের জয়ের পথে অনেকটা এগিয়ে নিয়ে যায়। কুপারকে আউট করে দ্বিতীয় উইকেটের জুটি ভাঙেন লুক জঙ্গুয়ে। কুপারের পর উইকেটে আসা কলিন অ্যাকারমানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। 

কুপার, অ্যাকারমান অল্প সময়ের ব্যবধানে বিদায় নিলে নেদারল্যান্ডসের স্কোর তখন ৩ উইকেটে ৯১ রান। তাতে ডাচদের অবশ্য খুব একটা অসুবিধা হয়নি। চতুর্থ উইকেটে বাস ডি লিড-ও’ডাউডের ১০ বলে ১৮ রানের জুটিতেই ডাচরা চলে যায় জয়ের কাছাকাছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ তম ফিফটি পেয়েছেন ও’ডাউড। ফিফটি পেরোনো ও’ডাউডের উইকেট তুলে নেন মুজারাবানি। দলের জয় থেকে ২ রান দূরে থাকতে বিদায় নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর ১৮ তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ডি লিড। 

নেদারল্যান্ডসের সর্বোচ্চ রান করেন ও’ডাউড। ৪৭ বলে করেছেন ৫২ রান,৮টি চার এবং একটি ছক্কা মেরেছেন। ডাচ এই ওপেনার হয়েছেন ম্যাচসেরা। আর জিম্বাবুয়ের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। ১৯.২ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুইয়ানরা। সর্বোচ্চ রান করেন সিকান্দার রাজা। ২৪ বলে ৪০ রান করেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পল ফন মিকেরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত