Ajker Patrika

সাকিব-ফিজরা হোটেলে, মুশি-রিয়াদ মাঠে

নিজস্ব প্রতিবেদক, দুবাই থেকে
আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯: ৩৪
সাকিব-ফিজরা হোটেলে, মুশি-রিয়াদ মাঠে

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের আগের গত দুদিনে প্রতিটি দলের অধিনায়কই এসেছেন সংবাদ সম্মেলনে। ভারতের রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, আফগানিস্তানের মোহাম্মদ নবী। আজ দুবাই আইসিসি একাডেমিতে হওয়া ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান নয়, এলেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

আগামীকাল শারজায় আফগানিস্তান-ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচ শারজায় হলেও এখনো ভেন্যুতেই যাওয়া হয়নি বাংলাদেশের। অবশ্য এটি বড় কোনো ইস্যুও মনে করছেন না শ্রীরাম। আজ সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমি মনে করি না এতে বড় কোনো সমস্যা হবে। নিজেদের গেম কৌশল নিয়ে আমরা খুবই পরিষ্কার কীভাবে খেলতে হবে। আমরা অনেক ম্যাচ খেলেছি শারজায়। অনুশীলন সুযোগসুবিধা শারজায় খুব একটা ভালোও নয়। বরং এখানে সুযোগ-সুবিধা ভালো।’ 

ভেন্যুতে যাওয়া দূরে থাক, ম্যাচের আগের দিন আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ করেছে ঐচ্ছিক অনুশীলন। এই অনুশীলনে ছিলেন না সাকিব, মোস্তাফিজুর রহমানসহ পেস বোলিং বিভাগের কেউই। ম্যাচের আগের দিন ঝালিয়ে নিতে দেখা গেল মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমনের সঙ্গে স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেনকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত