টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে উদযাপনটা করলেন পরিমিত। ৩৫ তম টেস্ট সেঞ্চুরির আগে করেছেন দারুণ এক অর্জন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট।
রুট পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন আজ লাঞ্চের একটু আগ পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট।
টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস। কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট (৩৫)। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)।
ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট।
৩৫ সেঞ্চুরির পাশাপাশি রুটের আছে ৬৪ ফিফটি। এত ফিফটির বিবেচনায় তিন অঙ্কের সংখ্যাটা আরও বেশি হওয়ার সুযোগ ছল রুটের। একটা সময় সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে নিজেকে শুধরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রুট।
সব মিলিয়ে টেস্টে রুটের ওপরে আছেন আর কেবল চার ব্যাটার। তাঁরা সবাই এখন সাবেক। খুব দ্রুতই তাঁদের তাড়া করছেন এই ইংলিশ ব্যাটার। ১৩২৮৮ রান নিয়ে তালিকায় ৪ নম্বরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩২৮৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন ৩ নম্বরে। দুই নম্বরে থাকা রিকি পন্টিংয়ের ১৩৩৭৮ রান।। শীর্ষে থাকা গ্রেট শচীন টেন্ডুলকারের রান ১৫৯২১।
টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে উদযাপনটা করলেন পরিমিত। ৩৫ তম টেস্ট সেঞ্চুরির আগে করেছেন দারুণ এক অর্জন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট।
রুট পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন আজ লাঞ্চের একটু আগ পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট।
টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস। কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট (৩৫)। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)।
ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট।
৩৫ সেঞ্চুরির পাশাপাশি রুটের আছে ৬৪ ফিফটি। এত ফিফটির বিবেচনায় তিন অঙ্কের সংখ্যাটা আরও বেশি হওয়ার সুযোগ ছল রুটের। একটা সময় সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে নিজেকে শুধরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রুট।
সব মিলিয়ে টেস্টে রুটের ওপরে আছেন আর কেবল চার ব্যাটার। তাঁরা সবাই এখন সাবেক। খুব দ্রুতই তাঁদের তাড়া করছেন এই ইংলিশ ব্যাটার। ১৩২৮৮ রান নিয়ে তালিকায় ৪ নম্বরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩২৮৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন ৩ নম্বরে। দুই নম্বরে থাকা রিকি পন্টিংয়ের ১৩৩৭৮ রান।। শীর্ষে থাকা গ্রেট শচীন টেন্ডুলকারের রান ১৫৯২১।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
৩৯ মিনিট আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
২ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে