Ajker Patrika

রুটের ওপরে আর কেউ নেই

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৭: ৪৮
রুটের ওপরে আর কেউ নেই

টেস্টে গত পাঁচ ইনিংসে তৃতীয় বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন জো রুট। হ্যারি ব্রুকের সঙ্গে উদযাপনটা করলেন পরিমিত। ৩৫ তম টেস্ট সেঞ্চুরির আগে করেছেন দারুণ এক অর্জন। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট। 

রুট পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন আজ লাঞ্চের একটু আগ পেছনে ফেলেছেন অ্যালিস্টার কুককে। কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। সব মিলিয়ে টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় ৫ নম্বরে আছেন ৩৩ বছর বয়সী রুট। 

টেস্টে ২৯১ ইনিংস ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন ইংল্যান্ডের হয়ে শীর্ষে ছিলেন কুক। তাঁকে ছাড়িয়ে যেতে রুটের লাগল ২৬৮ ইনিংস। কম খেলেছেন ২৩ ইনিংস। কুকের ৩৩ সেঞ্চুরি ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান আগেই হয়ে গেছেন রুট (৩৫)। সেঞ্চুরিতে রুট ও কুকের পরে আছেন কেভিন পিটারসেন (২৩)। 

ইংল্যান্ডের হয়ে ৮ হাজার ৯০০ রান নিয়ে তিনে আছেন গ্রাহাম গুচ, ৮ হাজার ৪৬৩ রান নিয়ে চারে অ্যালেক স্টুয়ার্ট এবং পাঁচে থাকা ডেভিড গাওয়ারের রান ৮ হাজার ২৩১। এছাড়া ৮ হাজার রান করেছেন কেভিন পিটারসেন ও জেফ বয়কট। 

৩৫ সেঞ্চুরির পাশাপাশি রুটের আছে ৬৪ ফিফটি। এত ফিফটির বিবেচনায় তিন অঙ্কের সংখ্যাটা আরও বেশি হওয়ার সুযোগ ছল রুটের। একটা সময় সাবেকদের সমালোচনাও শুনতে হয়েছে তাঁকে। তবে নিজেকে শুধরে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রুট। 

সব মিলিয়ে টেস্টে রুটের ওপরে আছেন আর কেবল চার ব্যাটার। তাঁরা সবাই এখন সাবেক। খুব দ্রুতই তাঁদের তাড়া করছেন এই ইংলিশ ব্যাটার। ১৩২৮৮ রান নিয়ে তালিকায় ৪ নম্বরে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩২৮৯ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস আছেন ৩ নম্বরে। দুই নম্বরে থাকা রিকি পন্টিংয়ের ১৩৩৭৮ রান।। শীর্ষে থাকা গ্রেট শচীন টেন্ডুলকারের রান ১৫৯২১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত