Ajker Patrika

লঙ্কানদের বিপক্ষে নামার আগেই সুখবর পেলেন সাকিব 

আপডেট : ০৫ জুন ২০২৪, ১৭: ৫২
লঙ্কানদের বিপক্ষে নামার আগেই সুখবর পেলেন সাকিব 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন। ডালাসের গ্র্যান্ড প্রেইরিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন।

এক সপ্তাহ আগে সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরুর পর আজ যখন সাপ্তাহিক র‍্যাঙ্কিং আইসিসি হালনাগাদ করেছে, তখন শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২৩। সাকিব শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২২২। নিউইয়র্কে গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি হাসারাঙ্গা। ৩.২ ওভার বোলিং করে ২২ রানে নেন ২ উইকেট। ২১২ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিনে মোহাম্মদ নবী।

 এনরিখ নরকিয়া, ফজলহক ফারুকি—এই দুই বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এবারের বিশ্বকাপে। দুজনেই লাফ দিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৯ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন নরকিয়া। প্রোটিয়া পেসারের রেটিং পয়েন্ট ৬৪৭। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ৭ রান খরচ করে নেন ৪ উইকেট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ফারুকি। গায়ানায় গতকাল উগান্ডার বিপক্ষে নেন ৫ উইকেট। ৪ ওভারে বোলিং করে ৯ রান খরচ করেছেন। ফারুকির রেটিং পয়েন্ট ৬৩৬। ৭১৫ ও ৬৮১ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে আদিল রশিদ ও হাসারাঙ্গা।

উগান্ডার বিপক্ষে গতকাল ১২৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে আফগানিস্তান। বিশাল জয়ের পর আফগান ব্যাটারদেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২০ ও ২৪ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। দুই আফগান ওপেনারই চার ধাপ করে এগিয়েছেন। উদ্বোধনী জুটিতে ১৫৪ রান যোগ করেন গুরবাজ ও জাদরান। ৪৫ বলে ৭৬ রান করেছেন গুরবাজ। জাদরান করেছেন ৪৬ বলে ৭০ রান। ৮৬১ ও ৭৯৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে সূর্যকুমার যাদব ও ফিল সল্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত