আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা যেন একরকম ব্রাত্য হয়ে গিয়েছিলেন। প্রতিবার ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হতো, কিন্তু থাকতেন না তিনি। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের জার্সিতে ফিরলেন তিনি। যদিও ১৪ মাস পর তাঁর ফেরাটা সুখকর হয়নি।
মোহালিতে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান করেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান। ১৫৯ রান তাড়া করতে ব্যাটিংয়ে নামেন দুই ভারতীয় ওপেনার রোহিত ও শুবমান গিল। রোহিত এই ম্যাচে অধিনায়ক হয়েই ফেরেন। ফজলহক ফারুকির বল সোজা মিড অফে ড্রাইভ করে রানের জন্য দৌড় দেন রোহিত। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো গিল তাকিয়ে ছিলেন মিড অফের ফিল্ডারের দিকে। রোহিত যে দৌড় দিয়েছেন, তা তিনি (গিল) খেয়ালই করেননি। একপর্যায়ে দুই ক্রিকেটারই যখন বোলিং প্রান্তে পৌঁছে যান, স্ট্রাইক প্রান্তে থ্রো করেন ইবরাহিম জাদরান। রহমানুল্লাহ গুরবাজ সহজেই রান আউট করেন রোহিতকে। ২ বল খেলে ০ রানে আউট হয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক মাঠের মধ্যেই গিলের ওপর হতাশা প্রকাশ করেছেন।
রোহিত ডাক মারলেও ভারত ম্যাচ জিতেছে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটে। গিল দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ৫ চারে করেন ২৩ রান। মুজিব উর রহমানের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাদে পড়েন গিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের কাছে এসেছে রান আউটের প্রসঙ্গ। ভারতীয় অধিনায়ক তখন বলেন, ‘সত্যি বলতে এমনটা হয়েই থাকে। যখন এটা হয়, তখন খুব হতাশা কাজ করে। আপনি চাইবেন উইকেটে গিয়ে দলের জন্য রান করতে। চেয়েছিলাম গিল যেন ধরে খেলে। সে ভালো একটা ইনিংস খেলেও আউট হয়ে গেছে। সবকিছু আপনার পক্ষে যাবে না। আমরা ম্যাচ জিতেছি, সেটাই গুরুত্বপূর্ণ।’
২০২৩-এর অক্টোবরে এশিয়ান গেমসের পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন শিভম দুবে। এসেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন দুবে। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২ ওভার বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে ৪৪,৪৫ ও ৪২ রানের তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রাখেন দুবে। সেই তিন উইকেটের জুটিতে দুবের সঙ্গী ছিলেন তিলক ভার্মা, জিতেশ শর্মা ও রিংকু সিং। দলের জয়ে সতীর্থদের প্রশংসা করে রোহিত বলেন, ‘অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। শিভম দুবে, জিতেশ যেভাবে ব্যাটিং করেছে। তিলকও ভালো ব্যাটিং করেছে। রিংকু তো দারুণ ছন্দে রয়েছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা যেন একরকম ব্রাত্য হয়ে গিয়েছিলেন। প্রতিবার ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হতো, কিন্তু থাকতেন না তিনি। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারতের জার্সিতে ফিরলেন তিনি। যদিও ১৪ মাস পর তাঁর ফেরাটা সুখকর হয়নি।
মোহালিতে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান করেছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৫৮ রান। ১৫৯ রান তাড়া করতে ব্যাটিংয়ে নামেন দুই ভারতীয় ওপেনার রোহিত ও শুবমান গিল। রোহিত এই ম্যাচে অধিনায়ক হয়েই ফেরেন। ফজলহক ফারুকির বল সোজা মিড অফে ড্রাইভ করে রানের জন্য দৌড় দেন রোহিত। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো গিল তাকিয়ে ছিলেন মিড অফের ফিল্ডারের দিকে। রোহিত যে দৌড় দিয়েছেন, তা তিনি (গিল) খেয়ালই করেননি। একপর্যায়ে দুই ক্রিকেটারই যখন বোলিং প্রান্তে পৌঁছে যান, স্ট্রাইক প্রান্তে থ্রো করেন ইবরাহিম জাদরান। রহমানুল্লাহ গুরবাজ সহজেই রান আউট করেন রোহিতকে। ২ বল খেলে ০ রানে আউট হয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক মাঠের মধ্যেই গিলের ওপর হতাশা প্রকাশ করেছেন।
রোহিত ডাক মারলেও ভারত ম্যাচ জিতেছে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটে। গিল দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ৫ চারে করেন ২৩ রান। মুজিব উর রহমানের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের ফাদে পড়েন গিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতের কাছে এসেছে রান আউটের প্রসঙ্গ। ভারতীয় অধিনায়ক তখন বলেন, ‘সত্যি বলতে এমনটা হয়েই থাকে। যখন এটা হয়, তখন খুব হতাশা কাজ করে। আপনি চাইবেন উইকেটে গিয়ে দলের জন্য রান করতে। চেয়েছিলাম গিল যেন ধরে খেলে। সে ভালো একটা ইনিংস খেলেও আউট হয়ে গেছে। সবকিছু আপনার পক্ষে যাবে না। আমরা ম্যাচ জিতেছি, সেটাই গুরুত্বপূর্ণ।’
২০২৩-এর অক্টোবরে এশিয়ান গেমসের পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন শিভম দুবে। এসেই গতকাল আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন দুবে। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২ ওভার বোলিংয়ে নিয়েছেন ১ উইকেট। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে ৪৪,৪৫ ও ৪২ রানের তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়তে অবদান রাখেন দুবে। সেই তিন উইকেটের জুটিতে দুবের সঙ্গী ছিলেন তিলক ভার্মা, জিতেশ শর্মা ও রিংকু সিং। দলের জয়ে সতীর্থদের প্রশংসা করে রোহিত বলেন, ‘অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। শিভম দুবে, জিতেশ যেভাবে ব্যাটিং করেছে। তিলকও ভালো ব্যাটিং করেছে। রিংকু তো দারুণ ছন্দে রয়েছে।’
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৬ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে