নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করায় এমনিতেই বিপুল আর্থিক লোকসান হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ না হলেও, ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা তখন আট দিনেই খেয়েছিলেন ২৭ লাখ টাকার বিরিয়ানি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের খরচ কমানোর নির্দেশ দিয়েছেন রমিজ রাজা।
দুদিন আগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন রমিজ। সেখানে পিসিবির পরিচালক, চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও মাঠ-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘বোর্ডের অতিরিক্ত খরচগুলো আমাদের কমানো উচিত। দুই কাপের জায়গায় এক কাপ চায়ে অভ্যস্ত হওয়া, এয়ার কন্ডিশনের ব্যবহার কমানো আর অফিস ছাড়ার আগে লাইট বন্ধ করা উচিত। আমাদের দল যদি বিশ্বের এক নম্বর দল না হয় তাহলে আমাদের কারও এখানে থাকার দরকার নেই। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই আমাদের উপস্থিতি বোঝে।'
রমিজ পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। একইদিনে পাকিস্তানের ঘরোয়া লিগের কোচদের সঙ্গেও সাক্ষাৎ করেন রমিজ। সবাইকে নিজেদের উন্নতির জন্য কাজ করার আহ্বান জানান। রমিজ তৃণমূল ক্রিকেটের উন্নতির ইচ্ছা প্রকাশ করেছেন। ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে উইকেটের উন্নতির নির্দেশনাও দিয়েছেন, যাতে তরুণেরা আরও ভালো প্রশিক্ষণের সুযোগ পায়।
নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করায় এমনিতেই বিপুল আর্থিক লোকসান হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ না হলেও, ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা তখন আট দিনেই খেয়েছিলেন ২৭ লাখ টাকার বিরিয়ানি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের খরচ কমানোর নির্দেশ দিয়েছেন রমিজ রাজা।
দুদিন আগেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন রমিজ। সেখানে পিসিবির পরিচালক, চতুর্থ শ্রেণির কর্মকর্তা ও মাঠ-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘বোর্ডের অতিরিক্ত খরচগুলো আমাদের কমানো উচিত। দুই কাপের জায়গায় এক কাপ চায়ে অভ্যস্ত হওয়া, এয়ার কন্ডিশনের ব্যবহার কমানো আর অফিস ছাড়ার আগে লাইট বন্ধ করা উচিত। আমাদের দল যদি বিশ্বের এক নম্বর দল না হয় তাহলে আমাদের কারও এখানে থাকার দরকার নেই। আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই আমাদের উপস্থিতি বোঝে।'
রমিজ পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ক্রিকেটে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। একইদিনে পাকিস্তানের ঘরোয়া লিগের কোচদের সঙ্গেও সাক্ষাৎ করেন রমিজ। সবাইকে নিজেদের উন্নতির জন্য কাজ করার আহ্বান জানান। রমিজ তৃণমূল ক্রিকেটের উন্নতির ইচ্ছা প্রকাশ করেছেন। ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে উইকেটের উন্নতির নির্দেশনাও দিয়েছেন, যাতে তরুণেরা আরও ভালো প্রশিক্ষণের সুযোগ পায়।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে