রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই—বহু ক্লিশে এ কথা ক্রীড়াঙ্গনে শোনা যায় বারবার। বিশেষ করে, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যা শুরু করেছে, তাতে এমন কথা চলে আসছে বারবার। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা ভিডিও গেমসের মতো। প্রতিপক্ষ দলগুলো পাল্লা দিলেও পেরে উঠছে না।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-হায়দরাবাদ ম্যাচে হয়েছে রানের বন্যা। ঝোড়ো ব্যাটিংয়ে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা। প্রথমে ব্যাটিং পেয়ে হায়দরাবাদ করেছে ৩ উইকেটে ২৮৭ রান। আইপিএল ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। ১৯ দিনের মধ্যে নিজেদের করা ২৭৭ রানের রেকর্ড টপকে গেল হায়দারাবাদ। হায়দরাবাদের রেকর্ডের রাতে তাণ্ডব চালিয়েছেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি-দিনেশ কার্তিকরা। ২৮৮ রানের জবাব দিতে নেমে তাঁরা থেমেছেন ২৬২ রানে। বেঙ্গালুরুর ২৫ রানে হারা ম্যাচটিতে রান হয়েছে ৫৪৯। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটাই সর্বোচ্চ রান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি—সব মিলে স্বীকৃত টি-টোয়েন্টিতে হায়দরাবাদের চেয়ে দলীয় সর্বোচ্চ স্কোর আছে কেবল একটিই। হাংঝুতে গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছে ৩ উইকেটে ৩১৪ রান। এবারের আইপিএলে যেভাবে রানের বন্যা বয়ে যাচ্ছে, নেপালের রেকর্ড ভেঙে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
বাউন্ডারির রেকর্ডও হয়েছে গত রাতে চিন্নস্বামী স্টেডিয়ামে। ৫৪৯ রানের ম্যাচে ৮১ বার বল সীমানাছাড়া হয়েছে। চার হয়েছে ৪৩টি ও ছক্কা ৩৮টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটা যৌথভাবে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও হয়েছে ৮১ বাউন্ডারি। সেই ম্যাচে হয়েছে ৩৫ ছক্কা ও ৪৬ চার।
চিন্নস্বামীতে গত রাতে ৩৮ ছক্কার মধ্যে হায়দরাবাদ মেরেছে ২২ ছক্কা। আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এখানেও হায়দরাবাদ ভেঙেছে কোহলিদের বহু পুরোনো এক রেকর্ড। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে আরসিবি মেরেছিল ২১ ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ রান
রান ম্যাচ ভেন্যু সাল
৫৪৯ হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৫২৩ হায়দরাবাদ-মুম্বাই হায়দরাবাদ ২০২৪
৫১৭ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৫১৫ মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
৫০৬ সারে-মিডলসেক্স দ্য ওভাল ২০২৩
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারির তিন ম্যাচ
বাউন্ডারি ম্যাচ ভেন্যু সাল
৮১ (৪৩ চার ও ৩৮ ছক্কা) হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৮১ (৪৬ চার ও ৩৫ ছক্কা) ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৭৮ (৪৫ চার ও ৩৩ ছক্কা) মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই—বহু ক্লিশে এ কথা ক্রীড়াঙ্গনে শোনা যায় বারবার। বিশেষ করে, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যা শুরু করেছে, তাতে এমন কথা চলে আসছে বারবার। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা ভিডিও গেমসের মতো। প্রতিপক্ষ দলগুলো পাল্লা দিলেও পেরে উঠছে না।
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-হায়দরাবাদ ম্যাচে হয়েছে রানের বন্যা। ঝোড়ো ব্যাটিংয়ে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা। প্রথমে ব্যাটিং পেয়ে হায়দরাবাদ করেছে ৩ উইকেটে ২৮৭ রান। আইপিএল ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর। ১৯ দিনের মধ্যে নিজেদের করা ২৭৭ রানের রেকর্ড টপকে গেল হায়দারাবাদ। হায়দরাবাদের রেকর্ডের রাতে তাণ্ডব চালিয়েছেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসি-দিনেশ কার্তিকরা। ২৮৮ রানের জবাব দিতে নেমে তাঁরা থেমেছেন ২৬২ রানে। বেঙ্গালুরুর ২৫ রানে হারা ম্যাচটিতে রান হয়েছে ৫৪৯। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটাই সর্বোচ্চ রান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টি—সব মিলে স্বীকৃত টি-টোয়েন্টিতে হায়দরাবাদের চেয়ে দলীয় সর্বোচ্চ স্কোর আছে কেবল একটিই। হাংঝুতে গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছে ৩ উইকেটে ৩১৪ রান। এবারের আইপিএলে যেভাবে রানের বন্যা বয়ে যাচ্ছে, নেপালের রেকর্ড ভেঙে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
বাউন্ডারির রেকর্ডও হয়েছে গত রাতে চিন্নস্বামী স্টেডিয়ামে। ৫৪৯ রানের ম্যাচে ৮১ বার বল সীমানাছাড়া হয়েছে। চার হয়েছে ৪৩টি ও ছক্কা ৩৮টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে এটা যৌথভাবে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও হয়েছে ৮১ বাউন্ডারি। সেই ম্যাচে হয়েছে ৩৫ ছক্কা ও ৪৬ চার।
চিন্নস্বামীতে গত রাতে ৩৮ ছক্কার মধ্যে হায়দরাবাদ মেরেছে ২২ ছক্কা। আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এখানেও হায়দরাবাদ ভেঙেছে কোহলিদের বহু পুরোনো এক রেকর্ড। ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে আরসিবি মেরেছিল ২১ ছক্কা।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ রান
রান ম্যাচ ভেন্যু সাল
৫৪৯ হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৫২৩ হায়দরাবাদ-মুম্বাই হায়দরাবাদ ২০২৪
৫১৭ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৫১৫ মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
৫০৬ সারে-মিডলসেক্স দ্য ওভাল ২০২৩
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারির তিন ম্যাচ
বাউন্ডারি ম্যাচ ভেন্যু সাল
৮১ (৪৩ চার ও ৩৮ ছক্কা) হায়দরাবাদ-বেঙ্গালুরু বেঙ্গালুরু ২০২৪
৮১ (৪৬ চার ও ৩৫ ছক্কা) ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন ২০২৩
৭৮ (৪৫ চার ও ৩৩ ছক্কা) মুলতান-কোয়েটা রাওয়ালপিন্ডি ২০২৩
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৫ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৬ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৭ ঘণ্টা আগে