Ajker Patrika

আজ যত রেকর্ড গড়ল বাংলাদেশ

আজ যত রেকর্ড গড়ল বাংলাদেশ

আয়ারল্যান্ড সিরিজে রেকর্ডের পর রেকর্ড গড়ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একগাদা রেকর্ড গড়েছে সাকিব আল হাসানের দল। 

দ্রুততম ফিফটি: বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটি করেছেন লিটন দাস। ১৮ বলে ফিফটি করেছেন লিটন। তাতে ভেঙেছে মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো রেকর্ড। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল। 

সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি: বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে আজ। ৯.২ ওভারে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন লিটন ও রনি তালুকদার। এর আগে এই রেকর্ড গড়েছিলেন নাঈম শেখ ও সৌম্য সরকার।   ২০২১ সালে হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৩.১ ওভারে ১০২ রান যোগ করেছিলেন নাঈম-সৌম্য।

টানা দুই ম্যাচে ২০০: বৃষ্টির কারণে চট্টগ্রামে আজ বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টির ওভার কমিয়ে ১৭ ওভারে আনা হয়েছে। ১৭ ওভারে ৩ উইকেটে ২০২ রান করেছে বাংলাদেশ। টানা দুই টি-টোয়েন্টিতে ২০০ এর রেকর্ড গড়ল বাংলাদেশ। একই মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করেছিল স্বাগতিকেরা। সেবারও বৃষ্টির কারণে ৪ বল কম হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত