Ajker Patrika

সিমন্সের সৌজন্য এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিমন্সের সৌজন্য এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা নিশ্চয় এখনো ভোলেননি লেন্ডল সিমন্স। দুবাইয়ের সেই ম্যাচে ৩৫ বলে ১৬ রান করে কি সমালোচনাতেই না পড়তে হয়েছিল তাঁকে। ম্যারাথন ওই ইনিংসের পর তো দল থেকেই বাদ পড়েন ক্যারিবিয়ান ওপেনার। আজ জহুর আহমেদের সবুজ গালিচায় দুর্দান্ত এক সেঞ্চুরিতে সিমন্স যেন বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। বয়স চার দিন আগে ৩৭ পেরিয়েছে; তাতে কি?

বিপিএলের ঢাকা পর্বে রানের হাপিত্যেশ ছিল প্রতি ম্যাচেই। ব্যাটাররা তাই পাখির চোখ করে রেখেছিলেন জহুর আহমেদের বাইশ গজকে। এই উইকেট চিরকালই যে তাদের ব্যাটে হাসি ফুটিয়ে গেছে। জহুর আহমেদের উইকেটে আরও একবার রান ফোয়ারা ছুটিয়ে সিমন্স তুলে নিয়েছেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি।

সিলেটকে একাই টেনে নেন সিমন্স। সেঞ্চুরির পথে ঢাকার প্রায় সব বোলারের ওপর চড়াও হয়েছেন সিমন্স। স্বদেশি রাসেলের ওপর দিয়েই স্টিম রোলারটা বেশি চালিয়েছেন এই ওপেনার। সিমন্স যে ১৪ চার ও ৫ ছক্কা মেরেছেন তার মধ্যে রাসেলের বলেই ছিল ৭ চার ও দুই ছক্কা। অবশ্য শেষমেশ ১৯তম ওভারের চতুর্থ বলে ফিরেছেন ওই রাসেলেরে বলেই। তার আগেই সিমন্সের নামের পাশে ঝলঝল করছে ৬৫ বলে ১১৬। সিমন্সের কল্যাণে আরও একবার জহুর আহমেদে দেখা গেল সেঞ্চুরি। এ নিয়ে বিপিএলের সর্বশেষ ১০ সিঞ্চুরির সাতটিই এল চট্টগ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত