Ajker Patrika

লিটন বলছেন, শোনা কথায় কান দিতে হয় না 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিটন বলছেন, শোনা কথায় কান দিতে হয় না 

দশম বিপিএল শুরু হচ্ছে আগামীকাল। তার আগে গতকাল হয়ে গেল ট্রফি নিয়ে ফটোসেশন। আর টুর্নামেন্ট শুরুর আগে আজ মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল, লিটন দাসসহ অনেক তারকারা।

এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নেতৃত্বের প্রসঙ্গে লিটনের কাছে চলে এসেছে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের প্রসঙ্গ। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—সব মিলে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৯ ম্যাচ। সবশেষ নেতৃত্ব দিয়েছেন ২০২৩ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। এরপর বিশ্বকাপ পরবর্তী সময়ে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ খেলেছে ৮টি আন্তর্জাতিক ম্যাচ। লিটন বিশ্বকাপের পরে যে ৪ ম্যাচ খেলেছেন, তখন তিনি খেলেছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। অধিনায়কত্ব কতটা উপভোগ করেন, সেই প্রসঙ্গে ইতিবাচক কথা বলেছেন তিনি। তবে বাংলাদেশের নেতৃত্ব প্রসঙ্গে তাঁর উত্তর ছিল একটু কৌশলী। বাংলাদেশের ব্যাটার বলেন, ‘নো কমেন্টস।’ 

শুধু তাই নয়, লিটন নাকি অধিনায়কত্ব করতে চান না—এমন কথাও চাউর হয়েছে। সেই প্রশ্নও এসেছে তার (লিটন) কাছে। বাংলাদেশের ব্যাটার এখানে কৌশলে উত্তর দিয়েছেন। সরাসরি এটাকে গুঞ্জনও বলেননি তিনি। লিটন বলেন, ‘শোনা কথায় কান দিতে হয় না।’ 

 ২০২৩ বিপিএলেও লিটন খেলেন কুমিল্লার হয়ে। ৩১.৫৮ গড় ও ১২৯.৩৫ স্ট্রাইকরেটে ৩৭৯ রান করেছেন। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। অন্যদিকে লিটনের নেতৃত্বে ৯ ম্যাচে বাংলাদেশ ৪টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক লিটন ৩২ গড়ে করেন ২২৪ রান। সে যেমনই হোক, তাঁর (লিটন) ভাবনায় এখন যে শুধুই বিপিএল। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারে বলেন, ‘যেহেতু আমি এখন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলছি, আর তারা আমাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন। সেজন্য তাদের ধন্যবাদ। অবশ্যই আমার সম্পূর্ণ চিন্তাভাবনা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে। চেষ্টা করব শতভাগ দেওয়ার। যে পারফরম্যান্স করব, সেটা যেন দলের উপকারে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত