Ajker Patrika

ম্যাথুসের মতো টাইমড আউট হলেন পাকিস্তানের ব্যাটার

ম্যাথুসের মতো টাইমড আউট হলেন পাকিস্তানের ব্যাটার

অ্যাঞ্জেলো ম্যাথুসের ঘটনা কী ভুলে গেছেন শোয়েব মাকসুদ। তা না হলে পাকিস্তানের ব্যাটার এত বড় ভুল করলেন কি করে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নির্দিষ্ট সময়ের মধ্যে বল মোকাবিলা করতে না পারায় ‘টাইমড আউট’ হয়েছেন তিনি। 

ঘটনাটি ঘটেছে মুলতান অঞ্চল ও আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের ম্যাচে। সতীর্থ আউট হওয়ার পর ক্রিজে এসে জানতে পারেন টাইমড আউট হয়েছেন মুলতানের ব্যাটার শোয়েব। আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে কথা বলে পরে হতাশায় মাঠ ছাড়েন পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৫ ম্যাচ খেলা এই ব্যাটার। তিনি এমন সময় আউট হলেন যখন ম্যাথুসের টাইমড আউটের ঘটনার এক মাসও পার হয়নি।

প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হয়েছেন ম্যাথুস। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সময় মতো মাঠে আসলেও হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে বল খেলতে পারেননি শ্রীলঙ্কান ব্যাটার। আইন অনুযায়ী সময় শেষ হওয়ায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান আবেদন করলে ম্যাথুসকে আউট দেন দায়িত্বরত আম্পায়াররা। ম্যাথুসের এই ঘটনা দেখেও শিক্ষা নিতে পারলেন না শোয়েব। 

এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। তাই আউট হয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত