২,৪, ৪,৬, ৩,৬!
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দুই ওপেনার ডিন্ড্রা ডটিন ও হেলি ম্যাথুস সুপার ওভারে যেন ‘ক্যারিবীয় ঝড়’ তুললেন। সে ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
টানা দুদিন নারী ক্রিকেট সাক্ষী হয়ে থাকল টানটান উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচের। পরশু নারীদের অ্যাশেজে ২২ গজে আঁকড়ে পড়ে ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষমেশ রুদ্ধশ্বাস ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
আর গত রাতে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ টাই হওয়ার পরে সুপার ওভারে ডটিন-ম্যাথুসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাবনিম ইসমাইলের ৬ বলে ২৫ রান তোলেন ডটিন-ম্যাথুস। নারীদের ক্রিকেট ইতিহাসে সুপার ওভারে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। সব মিলিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলও সুপার ওভারে ২৫ রান করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইল একাই নিয়েছিলেন সেই ২৫ রান। ওভারটি করেছিলেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।
বৃষ্টির কারণে দুদলের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। গতকাল দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টির হানা। ফলে ম্যাচটি নেমে এসেছিল ৪১ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায় প্রোটিয়া নারীরা। উইন্ডিজও ১৬০ রানে অলআউট হলে সুপার ওভারে গড়ায় ম্যাচ।
ভাগ্য নির্ধারণী ওভারে ফর্মের তুঙ্গে থাকা ডটিন ৫ বল খেলেই নেন ১৯ রান। শেষ বলে ছক্কা মারেন ম্যাথুস। সেই ম্যাথুসই একটু পর বল হাতে তুলে নেন।
২৬ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকাও দারুণ শুরু করেছিল। ম্যাথুসের প্রথম বলেই ছক্কা মারেন ছোলে ট্রাইয়ন। আরেক ওপেনার তাজনিম ব্রিটস মারেন দুটি চার। তবে সেসব যথেষ্ট ছিল না। সুপার ওভারে ১৭ রান তুলতে পারেন তারা।
রেকর্ড বইয়ে নাম তোলা রুদ্ধশ্বাস ম্যাচটি ৮ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
২,৪, ৪,৬, ৩,৬!
ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দুই ওপেনার ডিন্ড্রা ডটিন ও হেলি ম্যাথুস সুপার ওভারে যেন ‘ক্যারিবীয় ঝড়’ তুললেন। সে ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
টানা দুদিন নারী ক্রিকেট সাক্ষী হয়ে থাকল টানটান উত্তেজনাপূর্ণ দুটি ম্যাচের। পরশু নারীদের অ্যাশেজে ২২ গজে আঁকড়ে পড়ে ছিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষমেশ রুদ্ধশ্বাস ড্র নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।
আর গত রাতে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ টাই হওয়ার পরে সুপার ওভারে ডটিন-ম্যাথুসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাবনিম ইসমাইলের ৬ বলে ২৫ রান তোলেন ডটিন-ম্যাথুস। নারীদের ক্রিকেট ইতিহাসে সুপার ওভারে এটিই সর্বোচ্চ রানের রেকর্ড। সব মিলিয়ে যুগ্মভাবে সর্বোচ্চ। ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলও সুপার ওভারে ২৫ রান করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইল একাই নিয়েছিলেন সেই ২৫ রান। ওভারটি করেছিলেন বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি।
বৃষ্টির কারণে দুদলের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। গতকাল দ্বিতীয় ম্যাচেও ছিল বৃষ্টির হানা। ফলে ম্যাচটি নেমে এসেছিল ৪১ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ১৬০ রানে গুটিয়ে যায় প্রোটিয়া নারীরা। উইন্ডিজও ১৬০ রানে অলআউট হলে সুপার ওভারে গড়ায় ম্যাচ।
ভাগ্য নির্ধারণী ওভারে ফর্মের তুঙ্গে থাকা ডটিন ৫ বল খেলেই নেন ১৯ রান। শেষ বলে ছক্কা মারেন ম্যাথুস। সেই ম্যাথুসই একটু পর বল হাতে তুলে নেন।
২৬ রানের লক্ষ্যে নেমে দক্ষিণ আফ্রিকাও দারুণ শুরু করেছিল। ম্যাথুসের প্রথম বলেই ছক্কা মারেন ছোলে ট্রাইয়ন। আরেক ওপেনার তাজনিম ব্রিটস মারেন দুটি চার। তবে সেসব যথেষ্ট ছিল না। সুপার ওভারে ১৭ রান তুলতে পারেন তারা।
রেকর্ড বইয়ে নাম তোলা রুদ্ধশ্বাস ম্যাচটি ৮ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ।
এশিয়ান কাপ সামনে রেখে জাপানে ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু তা হচ্ছে না। আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
২৪ মিনিট আগেজিততে হলে করতে হবে ১৮৬ রান। যেকোনো বিচারেই এটা বড় লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকার মেট্টোর দেওয়া এই লক্ষ্যকে মামুলি বানিয়ে ছাড়ল চট্টগ্রাম। রাজধানীপাড়ার দলটিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা।
৩৪ মিনিট আগেইসরায়েলকে প্রতিযোগিতা ফুটবল থেকে একঘরে করার দাবিতে সাড়া পড়ে গিয়েছে। এরই মধ্যে তাদের (ইসরায়েল) নিষিদ্ধ করতে ফিফা-উয়েফার কাছে চিঠি দিয়েছে তুরস্ক। খুব শিগগিরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে হলোটা কী! গতকাল হোঁচট খেয়েছে আবাহনী লিমিটেড, আর আজ অঘটনের শিকার হলো বসুন্ধরা কিংস। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব তো হেরেই বসল। লিগের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছে সাদা-কালোরা। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে...
১ ঘণ্টা আগে