Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৫৫
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

লাহোরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে তারা। ড্রেসিংরুমে ফিরে গেছেন–মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয়।

আফগানিস্তানের বিপক্ষে ‘মেকশিফট’ ওপেনার মিরাজ খেলেছিলেন ১১৯ বলে ১১২ রানের অসাধারণ এক ইনিংস। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও ওপেনিংয়ে মিরাজের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ আর কাব্যিক ইনিংস খেলতে পারলেন না।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাসিম শাহের লেংথের বল ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ। বলের গতি খুব বেশি ছিল না। গোল্ডেন ডাকে ফিরে গেছেন তিনি।

দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাঈম রান বাড়াতে থাকেন দ্রুত। শুরুতে ১.৪ ওভারে কোনো রানই তুলতে পারেনি তারা। এর পর ৪.৪ ওভারে হতেই বাংলাদেশের স্কোরে দুজনে জমা করেন ৩১ রান। তবে জুটি বড় হতে দেননি শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে শর্ট  লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন লিটন। ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।

নাজমুল হোসেন শান্তর জায়গায় ফেরা লিটনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৬ রান। হারিস রউফ আক্রমণে এসে নিজের প্রথম ওভারেই ফেরালেন নাঈমকে। প্রথম পাওয়ার প্লেতে রউফকে এবারের এশিয়া কাপে আগের দুই ম্যাচে দেখা যায়নি। তবে আজ বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান নাসিম। যার ফলে তাঁর জায়গায় আসেন রউফ। শর্ট বলে পুল করতে গিয়ে নাঈম বল তুলে দেন অনেক ওপরে। ক্যাচও নেন রউফ। ২৫ বলে ২০ রান করেন নাঈম।

ইনিংসের ১০ম ওভারে তাওহীদ হৃদয়কেও ফেরান রউফ। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতির বলটি ব্যাট ঘুরিয়ে খেলার সুযোগই পাননি হৃদয়। স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দিল বল। ৯ বলে ২ রান আসে তাঁর ব্যাট থেকে। এশিয়া কাপে হৃদয়ের ব্যাট এ পর্যন্ত অনুজ্জ্বলই থাকল। তিন ম্যাচে তাঁর স্কোর–২০,০ ও ২ রান।

এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ৩৩ রান। সাকিব আল হাসান ৮ ও মুশফিকুর রহিম ৩ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত