Ajker Patrika

পাকিস্তানের স্টেডিয়ামের কাছে ড্রোন বিধ্বস্ত, পিএসএলের কী হবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ মে ২০২৫, ১৭: ০৮
পিএসএলের ম্যাচগুলোর ভেন্যু বদলের খবর শোনা গেছে। ছবি: ক্রিকইনফো
পিএসএলের ম্যাচগুলোর ভেন্যু বদলের খবর শোনা গেছে। ছবি: ক্রিকইনফো

পাকিস্তানের বিভিন্ন শহরে একের পর এক ড্রোন বিস্ফোরিত হচ্ছে। যার একটি পড়েছে দেশটির অন্যতম বিখ্যাত এক স্টেডিয়ামে। ফলশ্রুতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো হবে অন্য স্টেডিয়ামে।

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব কিছুটা হলেও যে ক্রিকেটে পড়বে, সেটা আগে থেকেই আঁচ করা যাচ্ছিল। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে আজ সকালে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তাতে দুই জন আহত হয়েছে। আর পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এ স্পোর্টস সূত্রের বরাতে জানিয়েছে, এমন যুদ্ধাবস্থায় টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে আজ রাতে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া করাচি কিংস-পেশোয়ার জালমি ম্যাচ বাতিল করা হয়েছে। তবে ম্যাচটি কবে, কখন হবে, তা জানা যায়নি।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরসহ রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, বাহওয়ালপুরে আজ ড্রোন বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিতে বিধ্বস্ত ড্রোনগুলো ভারতের বলে দাবি করা হয়েছে। করাচি, উমারকোট, শেখুপুরাতেও ভারত ড্রোন হামলা করেছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি।

পুলিশের সূত্রের বরাতে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে বিধ্বস্ত ড্রোনটা নজরদারির উদ্দেশ্যেই চালানো হয়েছিল। স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোনের কারণে। স্টেডিয়ামের কাছে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ভেন্যু বদলে করাচিতে পাঠানো হয়েছে।

এবারের পিএসএলে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২৬ ম্যাচ। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দুই, তিন ও চারে থাকা করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের পয়েন্ট ১০, ১০ ও ৯। যেখানে লাহোরে খেলছেন রিশাদ হোসেন। আর নাহিদ রানার এখনো পিএসএলে ম্যাচ খেলা হয়নি। তাঁকে নিয়েছে পেশোয়ার। দুই বাংলাদেশি এখনো পাকিস্তানে অবস্থান করছেন। নাহিদ রানার সঙ্গে সেলফি তুলে রিশাদ আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। রিশাদ ক্যাপশন দিয়েছেন, ‘ভ্রাতৃত্ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত