Ajker Patrika

আইপিএলে আউট হতে হতেও এভাবে বেঁচে গেলেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ মে ২০২৫, ১৬: ০০
রাঠি মানকাডিং করলেও বেঁচে যান জিতেশ। ছবি: সংগৃহীত
রাঠি মানকাডিং করলেও বেঁচে যান জিতেশ। ছবি: সংগৃহীত

জিতেশ শর্মার যেন ‘কই মাছের প্রাণ’। লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে গত রাতে আউট হতেও হতেও বেঁচে গেলেন তিনি। জীবন পেয়ে বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্যে নেমে ১৬.৫ ওভারে বেঙ্গালুরু করে ফেলে ৪ উইকেটে ১৯৯ রান। এমন অবস্থায় মায়াঙ্ক আগারওয়ালকে বোলিং করেছেন লক্ষ্ণৌর স্পিনার দিগ্বেশ সিং রাঠি। বল ছাড়ার ঠিক আগমুহূর্তে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙলেন রাঠি। জিতেশ তখন ননস্ট্রাইক প্রান্তের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এমন পরিস্থিতিতে তাঁর আউট হওয়ার কথা থাকলেও টিভি আম্পায়ার উলহাস গান্ধে নট আউট ঘোষণা করেছেন।

ননস্ট্রাইক প্রান্তের বাইরে থেকেও জিতেশ আউট হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছেন এক নিয়মের কারণে। আইপিএলের প্লেয়িং কন্ডিশন ৩৮.৩.১ অনুসারে, ‘বোলিং করার সময় বোলার সাধারণভাবে বল ছাড়ার আগ পর্যন্ত যদি নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটার বাইরে থাকেন, তাহলে বোলার রানআউট করতে পারবেন। এমন অবস্থায় বোলার বল ছুড়ে অথবা বল না ছুড়ে সরাসরি হাতে থাকা বলে উইকেট ভাঙেন, তাহলে সেই ব্যাটার রানআউট হবেন।’ কিন্তু গতকাল রাঠি তাঁর বোলিং অ্যাকশন পূর্ণ করেন। বোলিং করার মতো অবস্থায় থাকার কারণে মানকাডিং করেও কাজের কাজ কিছু করতে পারেননি তিনি। টিভি স্ক্রিনে ‘নট আউট’ দেখানোর সময় লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পন্ত ইশারায় বুঝিয়েছেন যে তিনি (পন্ত) আপিল তুলে নিয়েছেন।

১১.২ ওভারে কোহলি যখন আউট হয়েছেন, তখন বেঙ্গালুরুর স্কোর ৪ উইকেটে ১২৩ রান। ৫২ বলে ১০৫ রানের সমীকরণ তখন দলটির সামনে। এমন পরিস্থিতিতে ছয় নম্বরে নেমে ৩৩ বলে ৮ চার ও ৬ ছক্কায় ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন জিতেশ। পঞ্চম উইকেটে আগারওয়াল-জিতেশ গড়েন ৪৫ বলে ১০৭ রানের অবিচ্ছেদ্য জুটি। ১৯তম ওভারের চতুর্থ বলে আয়ুশ বাদোনিকে ছক্কা মেরে বেঙ্গালুরুকে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় এনে দেন জিতেশ।

ম্যাচজয়ী ইনিংস খেলার পথে মানকাডিংয়ের পাশাপাশি ক্যাচ আউটের হাত থেকেও বেঁচে গিয়েছেন জিতেশ। ১৭তম ওভারের প্রথম বলে রাঠিকে রিভার্স সুইপ করে জিতেশ পয়েন্টে বাদোনির হাতে ধরা পড়েন। জিতেশের স্কোর তখন ৪৯। কিন্তু রাঠির নো বলের কারণে বেঁচে যান জিতেশ। ম্যাচজয়ী ইনিংস খেলে রীতিমতো অবাক স্বয়ং জিতেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। এমন ইনিংস খেলব কল্পনাও করতে পারিনি। বিরাট ভাই যখন আউট হলেন, আমি ম্যাচটাকে গভীরে নিয়ে যাওয়ার চিন্তা করছিলাম। সব চাপ তখন আমার ওপর পড়ায় ক্র্যাম্প হয়েছিল আমার। আমাদের আত্মবিশ্বাস অনেক দৃঢ়। একাদশের দিকে তাকালেই বুঝতে পারবেন যে আমাদের ম্যাচ উইনার রয়েছে।’

লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারানোয় প্রথম কোয়ালিফায়ার খেলবে বেঙ্গালুরু। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে বেঙ্গালুরু। সমান ১৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে শীর্ষে পাঞ্জাব কিংস। ২৯ মে চণ্ডীগড়ে হবে প্রথম কোয়ালিফায়ারের বেঙ্গালুরু-পাঞ্জাব ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাহানারার যৌন নীপিড়নের অভিযোগ খতিয়ে দেখবে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জাহানারা আলমের অভিযোগে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জাহানারা আলমের অভিযোগে অস্বস্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম গত দুই দিনে একাধিক সাক্ষাৎকারে সতীর্থ, অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক, বিসিবির সাবেক নারী বিভাগের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এক নির্বাচক ও বিসিবির সাবেক নারী বিভাগের প্রধানের বিরুদ্ধে যৌন নীপিড়নের মতো গুরুতর, স্পর্শকাতর অভিযোগ এসেছে তাঁর সাক্ষাৎকারে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক জানিয়েছেন, তাঁর বিষয়টি খতিয়ে দেখবেন। আজ রাতে রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘অবশ্যই আমরা জানার চেষ্টা করব। এত মানুষের বিরুদ্ধে অভিযোগ। আবার এখানে একটা প্রশ্ন, সবাই খারাপ, এটা হয় কীভাবে? অনেক সময় যারা দল থেকে বাদ পড়ে, তাদের ক্ষোভ থাকে। কিন্তু সে যে সব অভিযোগ তুলেছে, এটা ভয়াবহ। এখন বোর্ডের কী করা উচিত, আমাদের আলোচনা করতে হবে। সে শুধু বলতে থাকবে, আমরা শুনতে থাকব? এটা আমার পর্যায়ে নেই, বোর্ডের সবাই মিলিয়ে আলোচনা করতে হবে।’

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সভায় যোগ দিতে এই মুহূর্তে দুবাইয়ে আছেন। তাঁর দেশে ফেরার কথা পরশু। রাজ্জাক বলেন, ‘আমি এরই মধ্যে বুলবুল ভাইকে বিষয়টি জানিয়েছি। তিনি ফিরলে আমরা আলোচনা করব।’

বাংলাদেশের হয়ে ৫২ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলা জাহানারা সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত বছর ডিসেম্বরে। এরপর থেকে ৩২ বছর বয়সী পেসার আছেন অস্ট্রেলিয়ায়। জাহানারার বিস্ফোরক অভিযোগ ভাবমূর্তি সংকটে বিসিবি, বিশেষ করে নারী ক্রিকেটে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে দেশের নারী ক্রিকেটের বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সহজ জয়ে এগিয়ে গেল ভারত

ক্রীড়া ডেস্ক    
শেষ ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ছবি: ক্রিকইনফো
শেষ ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ছবি: ক্রিকইনফো

প্রথম তিন টি-টোয়েন্টি শেষে ১-১ সমতায় ছিল অস্ট্রেলিয়া ও ভারত। সিরিজ জেতার জন্য তাই চতুর্থ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে দুই দলের জন্য। যেখানে বাজিমাত করেছে সূর্যকুমার যাদবের দল। অজিদের ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

কুইন্সল্যান্ডের হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাতে বেগ পেতে হয়নি ভারতের। গৌতম গম্ভীরের দলের করা ১৬৭ রানের জবাবে ১১৯ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। শেষ টি-টোয়েন্টিতে আগামী ৮ নভেম্বর গ্যাবাতে খেলতে নামবে দুই দল। সিরিজ বাঁচাতে চাইলে ম্যাচটি জিততেই হবে মিচেল মার্শের দলকে।

লক্ষ্য তাড়ায় মার্শ ও ম্যাথু শর্ট ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটারই চাহিদা মেনে ব্যাট চালাতে পারেননি। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বিপদ বাড়ায় তারা। তাই পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮.২ ওভারে অলআউট হয় সাবেক চ্যাম্পিয়নরা।

তাদের হয়ে ২৪ বলে ৩০ রান করেন মার্শ। ২৫ রান আসে শর্টের ব্যাট থেকে। বাকিরা থেমেছেন ২০ এর নিচেই। ভারতের হয়ে এদিন মাত্র ১.২ ওভার বল করেন ওয়াশিংটন সুন্দর। ৩ রান খরচায় সমান উইকেট নেন সুন্দর। এছাড়া আকসার প্যাটেল ও শিভম দুবে সমান দুটি করে উইকেট ঝুলিতে পুরেন। দুজনেই দেন সমান ২০ রান করে।

যৌথ প্রচেষ্টায় লড়াকু পুঁজি পায় ভারত। সর্বোচ্চ ৪৬ রান এনে দেন শুবমান গিল। ২৮ রান করেন অভিষেক শর্মা। এছাড়া দুবে ২২, প্যাটেল ২১ ও সূর্যকুমারের অবদান ২০ রান। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাথান এলিস। ২১ রানের বিনিময়ে ৩ ব্যাটারকে ফেরান এই পেসার। ৩ উইকেট নিতে ৪৫ রান দেন অ্যাডাম জাম্পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রুবেলের কটাক্ষের জবাব দিলেন আশরাফুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২০: ০৩
আশরাফুলকে নিয়ে কটাক্ষ করে বার্তা দিয়েছিলেন রুবেল হোসেন। ছবি: সংগৃহীত
আশরাফুলকে নিয়ে কটাক্ষ করে বার্তা দিয়েছিলেন রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন রুবেল হোসেন। সেই কটাক্ষের জবাব দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এসব নিয়ে চিন্তিত নন তিনি।

চলতি মাসে নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে লিটন দাস, মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচ হিসেবে সম্প্রতি আশরাফুলের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পোস্টের মাধ্যমে আশরাফুলকে কটাক্ষ করেন রুবেল।

নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে রুবেল লেখেন, ‘দায় মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ আশরাফুলকে ইঙ্গিত করে তাঁর আরেকটি পোস্ট ছিল এমন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা। সময় সত্যিই অদ্ভুত! যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। শুনুন, নামের পাশে ‘কোচ’ লেখা মানে দায়িত্ব, গর্ব না।’ আশরাফুলকে নিয়ে পোস্ট করে তোপের মুখে পড়েন রুবেল। কমেন্ট বক্সে তাঁকে ধুয়ে দেয় সাধারণ মানুষ।

আজ বিসিবি অফিসে আসেন আশরাফুল। এরপর সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। এটা নিয়ে আমার বলার কিছুই নেই। সে আমার অধীনে খেলেছে। আমি তখন অধিনায়ক ছিলাম। সে মানুষ হিসেবেও ভালো। ওর মন্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। আপনি যেটাই করতে যান না কেন, চাপ থাকবেই। ভালো ফলাফলের জন্য কাজ করতে গেলে আপনাকে চাপ সহ্য করতেই হবে।’

ক্রিকেট ক্যারিয়ারে কালো অধ্যায় পার করে এসেছেন আশরাফুল। সে চাপের কাছে কোচ হওয়ার পর রুবেলের এমন মন্তব্য খুবই ছোট মনে হচ্ছে তাঁর কাছে, ‘আমি যেহেতু ১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি, তাই অনেক চাপ সহ্য করার অভিজ্ঞতা আছে আমার। আমার লাইফে যে ঘটনা ঘটেছিল, সেটা থেকেও কিন্তু ফিরে এসেছি। তাই এটা নিয়ে আসলে আমি এত চিন্তিত না। আমি যেটাই করি, অনেস্টলি করার চেষ্টা করি। আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। এবারও সেটাই চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিপিএলের পাঁচ দলের কী নাম দিল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৭: ৫৭
বিপিএলের ট্রফি,ছবি: সংগৃহীত
বিপিএলের ট্রফি,ছবি: সংগৃহীত

১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাঁচ দল খেলবে এটা আগেই নিশ্চিত করেছে বিসিবি। কোন দলের মালিকানা কাদের সেটিও জানিয়ে দিয়েছে বোর্ড। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট দল কোন নামে খেলবে তা জানানো হয়নি।

সেটাই আজ জানিয়ে দিল বিসিবি। ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস নামে পাঁচটি দল অংশ নেবে আসন্ন বিপিএলে। এই পাঁচ দল চূড়ান্ত করেছে বিসিবির গভর্নিং কাউন্সিল।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন্ন বিপিএল টি-টোয়েন্টি মৌসুমে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আসন্ন আসরের প্রস্তুতি পর্ব শিগগিরই শুরু হবে বলেও জানানো হয়েছে। টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্যও পরে জানিয়ে দেবে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত