পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গতকালই ম্যাচটি খেলার কথা ছিল তামিম ইকবালদের। তবে সাভারের সড়ক দুর্ঘটনায় গতকাল পারটেক্সের বিপক্ষে প্রাইম ব্যাংকের ম্যাচটি হয়নি। তাদের মতো গতকাল হয়নি শেখ জামাল ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটিও। দুটি ম্যাচই হয়েছে আজ।
বিকেএসপির ৪ নম্বরের মাঠে আজ পারটেক্সের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন তামিম। এবারের ডিপিএলে সর্বোচ্চ ইনিংস খেলে প্রাইম ব্যাংকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি। ফিফটি হাঁকিয়ে জয়ের ম্যাচে অবশ্য অবদান রেখেছেন তামিমের সতীর্থ মোহাম্মদ মিঠুনও।
পারটেক্সের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম। পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেনিংয়ে ৩৯ রানের জুটি গড়ে শুরুটা ভালোই করেছিলেন তামিম। কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯২। সেখানে থেকে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলের জয়ের কাজটা সহজ করে দেন তামিম–মিঠুন। তবে দুজনের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।
এবারের ডিপিএলে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলে আউট হন তামিম। ইনিংসটি সাজিয়েছেন ৫ চারে। সর্বশেষ ৫ ম্যাচে এটি তাঁর চতুর্থ ফিফটি। বিপরীতে ৫১ রানে ফেরেন মিঠুন। ৬৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৪ চারে। জয়ের শেষ কাজটুকু সেরেছেন দুই অপরাজিত ব্যাটার অলক কপালি (১৫) এবং আশিকুর জামান (১০)।
প্রাইমের টানা দ্বিতীয় জয়ের আগে মিজানুর রহমান (৪৭) ও তানভীর হায়দারের (৪০) দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে ৯ উইকেটে ২০৮ রান করে পারটেক্স। তাদের অল্পতে আটকাতে প্রাইমের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মাহাদী হাসান ও রুবেল হোসেন। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন।
প্রাইমের জয়ের দিন হাসিমুখে মাঠ ছেড়েছে শেখ জামালও। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে তারা। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪৭ রান তোলে শেখ জামাল। এই লক্ষ্যে তাড়া করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় রূপগঞ্জ। দলে হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন রূপগঞ্জের আমিনুল ইসলাম। আর শেষ দিকে ১০ নম্বরে ব্যাটিংয়ে ৪৯ রানের ইনিংস খেলে ব্যবধান কিছুটা কমান পেসার মেহেদি হাসান রানা। ৩টি করে উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার টিপু সুলতান ও সাইফ হাসান।
দল জয় পেলেও ৭ রানে দুঃখ থেকে গেছে শেখ জামালের ওপেনার সৈকত আলির। ৯৩ রানে আউট হওয়ায় লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁর। ১০৬ বলের ইনিংসটি ৮ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন তিনি। তাঁর সঙ্গে দলের আড়াই শ ছুঁই ছুঁই স্কোরে দুটি করে ৪০ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলি এবং জিয়াউর রহমান। রূপগঞ্জের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার আল আমিন হোসেন।
নারায়ণগঞ্জে রুয়েল মিয়ার আগুনে বোলিংয়ে অঙ্গার গাজী টায়ার্স। শুরু থেকে শেষ তাঁর বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেনি গাজী টায়ার্সের ব্যাটাররা। মাত্র ৮৪ রানে অলআউট হয় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যক্তিগত ১১ রানে আনিসুল ইসলাম ইমন দলীয় ১৩ রানে ফিরলে জয়ের বাকি কাজ সারেন দুই অপরাজিত ব্যাটার পিনাক ঘোষ এবং মেহেদী মারুফ। অধিনায়ক মারুফের ৩০ রানের বিপরীতে ৪২ রানে মাঠ ছাড়েন পিনাক ঘোষ।
পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গতকালই ম্যাচটি খেলার কথা ছিল তামিম ইকবালদের। তবে সাভারের সড়ক দুর্ঘটনায় গতকাল পারটেক্সের বিপক্ষে প্রাইম ব্যাংকের ম্যাচটি হয়নি। তাদের মতো গতকাল হয়নি শেখ জামাল ও লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটিও। দুটি ম্যাচই হয়েছে আজ।
বিকেএসপির ৪ নম্বরের মাঠে আজ পারটেক্সের বিপক্ষে খেলতে নেমে দুর্দান্ত ছন্দটা ধরে রেখেছেন তামিম। এবারের ডিপিএলে সর্বোচ্চ ইনিংস খেলে প্রাইম ব্যাংকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন তিনি। ফিফটি হাঁকিয়ে জয়ের ম্যাচে অবশ্য অবদান রেখেছেন তামিমের সতীর্থ মোহাম্মদ মিঠুনও।
পারটেক্সের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে প্রাইম। পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেনিংয়ে ৩৯ রানের জুটি গড়ে শুরুটা ভালোই করেছিলেন তামিম। কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯২। সেখানে থেকে চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলের জয়ের কাজটা সহজ করে দেন তামিম–মিঠুন। তবে দুজনের কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি।
এবারের ডিপিএলে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলে আউট হন তামিম। ইনিংসটি সাজিয়েছেন ৫ চারে। সর্বশেষ ৫ ম্যাচে এটি তাঁর চতুর্থ ফিফটি। বিপরীতে ৫১ রানে ফেরেন মিঠুন। ৬৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কা ও ৪ চারে। জয়ের শেষ কাজটুকু সেরেছেন দুই অপরাজিত ব্যাটার অলক কপালি (১৫) এবং আশিকুর জামান (১০)।
প্রাইমের টানা দ্বিতীয় জয়ের আগে মিজানুর রহমান (৪৭) ও তানভীর হায়দারের (৪০) দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে ৯ উইকেটে ২০৮ রান করে পারটেক্স। তাদের অল্পতে আটকাতে প্রাইমের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মাহাদী হাসান ও রুবেল হোসেন। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন।
প্রাইমের জয়ের দিন হাসিমুখে মাঠ ছেড়েছে শেখ জামালও। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে তারা। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪৭ রান তোলে শেখ জামাল। এই লক্ষ্যে তাড়া করতে নেমে ১৮৭ রানে অলআউট হয় রূপগঞ্জ। দলে হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন রূপগঞ্জের আমিনুল ইসলাম। আর শেষ দিকে ১০ নম্বরে ব্যাটিংয়ে ৪৯ রানের ইনিংস খেলে ব্যবধান কিছুটা কমান পেসার মেহেদি হাসান রানা। ৩টি করে উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার টিপু সুলতান ও সাইফ হাসান।
দল জয় পেলেও ৭ রানে দুঃখ থেকে গেছে শেখ জামালের ওপেনার সৈকত আলির। ৯৩ রানে আউট হওয়ায় লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁর। ১০৬ বলের ইনিংসটি ৮ চার ও ৪ ছক্কায় সাজিয়েছেন তিনি। তাঁর সঙ্গে দলের আড়াই শ ছুঁই ছুঁই স্কোরে দুটি করে ৪০ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলি এবং জিয়াউর রহমান। রূপগঞ্জের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার আল আমিন হোসেন।
নারায়ণগঞ্জে রুয়েল মিয়ার আগুনে বোলিংয়ে অঙ্গার গাজী টায়ার্স। শুরু থেকে শেষ তাঁর বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেনি গাজী টায়ার্সের ব্যাটাররা। মাত্র ৮৪ রানে অলআউট হয় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যক্তিগত ১১ রানে আনিসুল ইসলাম ইমন দলীয় ১৩ রানে ফিরলে জয়ের বাকি কাজ সারেন দুই অপরাজিত ব্যাটার পিনাক ঘোষ এবং মেহেদী মারুফ। অধিনায়ক মারুফের ৩০ রানের বিপরীতে ৪২ রানে মাঠ ছাড়েন পিনাক ঘোষ।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে