Ajker Patrika

পাকিস্তান দলে ফিরতে চান আমির

পাকিস্তান দলে ফিরতে চান আমির

ঢাকা: মোহাম্মদ আমিরের অবসরের পর দলে ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। অবসরের ঘোষণার পর তাঁর দলে ফেরা নিয়ে কথা বলেছিলেন কিংবদন্তি ওয়াসিম আকরাম, বর্তমান অধিনায়ক বাবর আজম, প্রধান নির্বাহী ওয়াসিম খান সহ অনেকেই। অবশেষে কাল সেই ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমির নিজেই। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান দলে ফিরতে আপত্তি নেই বলে জানিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

কদিন আগে আমিরের সঙ্গে কথা হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের। তখনই আমিরের দলে ফেরা নিয়ে ইতিবাচক কিছু ইঙ্গিত দিয়েছিলেন পিসিবির প্রধান নির্বাহী। কাল এ ব্যাপারে সংবাদমাধ্যমকে আমির জানিয়েছেন, ‘পুনরায় এবারের পিএসএল শুরুর আগে ওয়াসিম খানের সঙ্গে আমার অবসরের ব্যাপারে বিস্তারিত কথা হয়েছিল। আমার সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে রাজি।’

গত বছরের ডিসেম্বরে মানসিক অশান্তিতে ভুগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির। আমির তাঁর অবসরের জন্য পাকিস্তানের বর্তমান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসকে দায়ী করেছিলেন। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ হলেও বর্তমান নির্বাচকদের অধীনে জাতীয় দলে খেলার অপারগতা প্রকাশ করেছিলেন এই বাঁহাতি পেসার। পরে ওয়াসিম আকরাম, বাবর তাঁকে জাতীয় দলে ফেরার অনুরোধ করেছিলেন। আমির এবার তাদের অনুরোধে সারা দিয়ে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত