Ajker Patrika

জানা গেল শান্তদের পাকিস্তান সফরের সূচি

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২২: ৩৫
জানা গেল শান্তদের পাকিস্তান সফরের সূচি

আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার সূচি অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ ও পাকিস্তানের। গতকাল বিসিবি সূত্রে জানিয়েছে, টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এবার পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে টেস্ট দুটির সূচিও। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রে স্থানীয় ‘এ স্পোর্টস টিভি’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট থেকে। সিরিজটি আইসিসির ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

সূচি নির্ধারণ হলেও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডি—এই তিনটি শহরের যেকোনো দুটিতে হতে পারে টেস্টগুলো। পিসিবি প্রধান মহসিন নাকভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাহোরে কোনো টেস্ট হবে না। তাদের আইকনিক গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ চলায় সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি। 

বাংলাদেশ-পাকিস্তান এ পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১২টি টেস্ট জিতেছে পাকিস্তান, একটি টেস্ট ড্র হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। চার বছর পর আবারও যাচ্ছে তারা। ২০২১ সালে নিজেদের মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত