ক্রীড়া ডেস্ক
এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মাত্র দুই ক্রিকেটার—মুমিনুল হকের পর নাজমুল হোসেন শান্ত। তবে এই কীর্তি দ্বিতীয়বারের মতো গড়ার হাতছানি শান্তর সামনে। গল টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে অপরাজিত আছেন বাংলাদেশ অধিনায়ক।
৫৬
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। যদি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করতে পারেন তাহলে বাংলাদেশের হয়ে তৃতীয়বার এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড হবে। এর মধ্যে ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। ২০২৩ সালে মিরপুর টেস্টে আফগানিস্তানের সঙ্গে শান্তই জোড়া সেঞ্চুরি করেন।
৫
দেশের বাইরে এর আগে একটি টেস্টই খেলেছিলেন নাঈম হাসান। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বল করার সুযোগ হয়নি তাঁর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় মোহাম্মদ শামির বল আঘাত পেয়ে ছিটকে যান ম্যাচ থেকে। গলে বিদেশের মাঠে দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি, তবে বল করেছেন প্রথমবার। প্রথমবারেই চমক—১২১ রানে শিকার ৫ উইকেট। বিদেশের মাঠে প্রথম ও টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট নিয়েছেন নাঈম।
১
গলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নাঈম। তার আগে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
৩
শাহাদাত হোসেন ও মোহাম্মদ রফিকের পর শ্রীলঙ্কার মাঠে ৫ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি বোলার নাঈম হাসান।
৪৮৫
বাংলাদেশের বিপক্ষে গলে লিড নেওয়া শ্রীলঙ্কার জন্য ছিল সময়ের ব্যাপার। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে প্রথম সেশন বিরতিতে যায় স্বাগতিকেরা। তারপরই হঠাৎ নাঈমের ঘূর্ণি জাদুতে শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। এই মাঠে এটি তাদের ১৩ তম সর্বোচ্চ স্কোর।
এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মাত্র দুই ক্রিকেটার—মুমিনুল হকের পর নাজমুল হোসেন শান্ত। তবে এই কীর্তি দ্বিতীয়বারের মতো গড়ার হাতছানি শান্তর সামনে। গল টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে অপরাজিত আছেন বাংলাদেশ অধিনায়ক।
৫৬
প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। যদি দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করতে পারেন তাহলে বাংলাদেশের হয়ে তৃতীয়বার এক টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ড হবে। এর মধ্যে ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। ২০২৩ সালে মিরপুর টেস্টে আফগানিস্তানের সঙ্গে শান্তই জোড়া সেঞ্চুরি করেন।
৫
দেশের বাইরে এর আগে একটি টেস্টই খেলেছিলেন নাঈম হাসান। ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে সেই ম্যাচে বল করার সুযোগ হয়নি তাঁর। প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় মোহাম্মদ শামির বল আঘাত পেয়ে ছিটকে যান ম্যাচ থেকে। গলে বিদেশের মাঠে দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি, তবে বল করেছেন প্রথমবার। প্রথমবারেই চমক—১২১ রানে শিকার ৫ উইকেট। বিদেশের মাঠে প্রথম ও টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট নিয়েছেন নাঈম।
১
গলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নাঈম। তার আগে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
৩
শাহাদাত হোসেন ও মোহাম্মদ রফিকের পর শ্রীলঙ্কার মাঠে ৫ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি বোলার নাঈম হাসান।
৪৮৫
বাংলাদেশের বিপক্ষে গলে লিড নেওয়া শ্রীলঙ্কার জন্য ছিল সময়ের ব্যাপার। ৬ উইকেটে ৪৬৫ রান নিয়ে প্রথম সেশন বিরতিতে যায় স্বাগতিকেরা। তারপরই হঠাৎ নাঈমের ঘূর্ণি জাদুতে শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ৪৮৫ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। এই মাঠে এটি তাদের ১৩ তম সর্বোচ্চ স্কোর।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে