Ajker Patrika

বাংলাদেশে এসে প্রত্যাশার চেয়েও বেশি সুবিধা পাচ্ছে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে এসে প্রত্যাশার চেয়েও বেশি সুবিধা পাচ্ছে অস্ট্রেলিয়া

করোনার ধাক্কা কাটিয়ে জৈব সুরক্ষাবলয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত নয় মাসে ঘরোয়া–আন্তর্জাতিক মিলিয়ে আয়োজন করেছে মোট পাঁচটি সিরিজ–টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া সিরিজ সফল আয়োজনে বিসিবিকে অবশ্য একটু বেশিই ভাবতে হচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, অস্ট্রেলিয়া দলকে তাদের প্রত্যাশার চেয়েও বেশি সুবিধা দেওয়া হচ্ছে। 

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। তাদের চাহিদামতো সব সুযোগ–সুবিধাই দিচ্ছে বিসিবি। আজ সংবাদমাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমার মনে হয় তারা যেসব সুযোগ-সুবিধা পাচ্ছে, সেটি তাদের প্রত্যাশারও বেশি। তাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি, মনে হচ্ছে তারা এখন পর্যন্ত সবকিছু নিয়ে খুশি। বিশেষ করে ওদের প্রথম যে শর্ত ছিল, বিমানবন্দর থেকে হোটেলে ও হোটেলের পরিবেশ—সবকিছু নিয়েই খুশি আছে।’ 

অস্ট্রেলিয়ার পরে বাংলাদেশ সফরে আসার কথা আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডেরও। অস্ট্রেলিয়া সিরিজের এই অভিজ্ঞতা পরের সিরিজ আয়োজনে বিসিবিকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী তাই বলছেন, ‘এটা যদি সবার সহযোগিতায় সফলভাবে করতে পারি, সামনের সিরিজ আয়োজনে কাজে দেবে। আমাদের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে। ইতিমধ্যে দুটি আন্তর্জাতিক ইভেন্ট ও তিনটি ঘরোয়া টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছি। সর্বশেষ টুর্নামেন্ট (ডিপিএল) ১২ দলের ছিল। এটাও সফলভাবে করেছি। এটা করতে আমাদের যে অভিজ্ঞ জনবল তৈরি হয়েছে, তা কাজে লাগাচ্ছি এবং আমরা আত্মবিশ্বাসী (সিরিজ আয়োজনে)।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নির্বাচনের আগে কোনো বৈধ অস্ত্র ফেরত দেবে না সরকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত