Ajker Patrika

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬: ৪১
এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত

পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যাবে না বলেই ‘হাইব্রিড মডেলে’ এবারের টুর্নামেন্ট হবে। সেই অনুযায়ী ৩১ আগস্ট মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের তারিখও ঘোষণা করেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

কিন্তু কিছুদিন আগে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি বলেন, ‘ভারত যদি এশিয়া কাপ খেলার জন্য নিরপেক্ষ ভেন্যু চায়, তাহলে আমাদেরও বিশ্বকাপে একই দাবি থাকবে। এর পর থেকেই আবারও আলোচনা শুরু হয় এশিয়া কাপ নিয়ে।’ পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমও দাবি করে যে পাকিস্তানে খেলতে ভারত আসবে।

তবে সেসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন অরুণ ধুমাল। কোনো ম্যাচ খেলতে পাকিস্তানে যাবে না ভারত—এমনটি জানিয়েছেন আইপিএলের সভাপতি। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, ‘পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে আগের আলোচনা অনুযায়ী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছেন আমাদের সচিব। পাকিস্তানে গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত-পাকিস্তানের ম্যাচ দুটিসহ শ্রীলঙ্কায় ৯ ম্যাচ হবে। এমনকি ফাইনালে উঠলে তৃতীয় ম্যাচটাও হবে সেখানে।’

আর ক্রীড়ামন্ত্রী ও সংবাদমাধ্যমের বিষয়ে ধুমাল বলেছেন, ‘সেখানে এমন কোনো আলোচনাই হয়নি। পাকিস্তানে শুধু ভারত নয়, আমাদের সচিবও সেখানে যাবেন না। যদিও প্রতিবেদনে উল্টো দাবি করা হয়েছে। শুধু সূচিটাই চূড়ান্ত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শুল্ক বিরোধের মধ্যেও বিলিয়ন ডলারের চুক্তির পথে ভারত ও যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতি চেয়ে ইসরায়েলজুড়ে বিক্ষোভ, নেতানিয়াহুর রোষানলে জিম্মিদের পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত