Ajker Patrika

খেলোয়াড়-দর্শকদের তোপের মুখে আম্পায়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১১: ১৯
খেলোয়াড়-দর্শকদের তোপের মুখে আম্পায়ার

আবাহনী লিমিটেডের ইনিংসে ৪২.৫ ওভারের ঘটনা। প্রাইম ব্যাংকের নাহিদুল ইসলামের বলে আবাহনীর ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারি লেট কাট করে এক রান নিতে দৌড় দেন। নন স্ট্রাইকে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতও বিহারির ডাকে সাড়া দেন।

কিন্তু শর্ট থার্ড ম্যান থেকে রুবেল হোসেনের থ্রো স্টাম্পে আঘাত হানলে থার্ড আম্পায়ার তানভীর আহমেদ মোসাদ্দেককে আউট দেন। তানভীরের সিদ্ধান্ত একদমই পছন্দ হয়নি আবাহনীর অধিনায়কের। মাঠ না ছেড়ে হতাশায় কোমরে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকেন তিনি। ওদিকে গ্যালারি থেকে আবাহনীর সমর্থকেরা আম্পায়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। 

অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারিং বিতর্ক অনেক দিন হলো একই মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রতি ম্যাচেই এ বিতর্ক লেগে থাকে। আর দলটি যদি হয় আবাহনী, তখন বিতর্কের মাত্রা সবকিছুকে ছাড়িয়ে যায়। প্রতিপক্ষের ক্ষোভের বিপরীতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আবাহনী সমর্থকদেরও। যেন দুই পক্ষেরই ক্ষোভ একই বিন্দুতে মিলেছে। সেই বিতর্ক আজ আরেকবার ফুটে উঠেছে প্রাইম ব্যাংক-আবাহনী ম্যাচে। 

গত কয়েক মৌসুমে ডিপিএলে দর্শক বলতে আবাহনী সমর্থকদেরই দেখা যায়। এবারও ব্যতিক্রম হয়নি। পয়য়লা বৈশাখের দিনে মাঠে শ-খানেক দর্শকের উপস্থিতি দেখা যায়। আম্পায়ারিং বিতর্কে যোগ দেন সেই দর্শকেরাই। 

মোসাদ্দেককে আউট দেওয়ার ঘটনা শেষ দিকে উত্তেজনায় রূপ নেয়। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনকে থার্ড আম্পায়ারের সঙ্গে কোনো একটি বিষয়ে কথা বলতে দেখা যায়। এ সময় গ্যালারিতে থাকা আবাহনী সমর্থকেরা আম্পায়ার তানভীরকে অকথ্য ভাষায় গালি দিতে থাকেন। 

আম্পায়ারিং বিতর্ক এখানেই শেষ নয়। ৪৮তম ওভার করতে আসেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন। তাঁর তৃতীয় ডেলিভারিটি আম্পায়ার তানভীর ‘নো’ বল দিলে চটে যান রুবেল। তানভীরকে পায়ের দাগ দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে মুমিনুল হক এসে পরিস্থিতি সামাল দেন। এবারের টুর্নামেন্টে এ নিয়ে দুবার আম্পায়ারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিল প্রাইম ব্যাংক। 

বোলিংয়ের পর ব্যাটিংয়েও আম্পায়ার তানভীরের ‘রোষের’ শিকার প্রাইম ব্যাংক। সেঞ্চুরি করে দলকে ম্যাচে রেখেছিলেন মোহাম্মদ মিঠুন আলী। শেষ ৩ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল মিঠুনদের। 

৪৮ তম ওভারের প্রথম বলে রকিবুল হাসানের সঙ্গে প্রান্ত বদল করতে গিয়ে রানআউটে কাটা পড়েন মিঠুন। ‘ক্লোজ কলের’ ক্ষেত্রে আবাহনীর খেলোয়াড়েরা আবেদন করার আগেই আম্পায়ারের তর্জনী তুলে ফেলা নিত্যনৈমিত্তিক ব্যাপার। তানভীর আজ সেটি আরেকবার করলেন। তাঁর বিতর্কিত সিদ্ধান্তে ২৮ রানে হারে মিঠুনের প্রাইম ব্যাংক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত