Ajker Patrika

প্রয়াত ভারতের সাবেক ক্রিকেটার সেলিম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৪: ৩৩
প্রয়াত ভারতের সাবেক ক্রিকেটার সেলিম

অনেক দিন ধরেই শয্যাশায়ী ছিলেন সেলিম দুরানি। সেই শয্যা থেকে আর স্বাভাবিক হতে পারলেন না ভারতের সাবেক অলরাউন্ডার। আজ সকালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।

৮৮ বছর বয়সে ছোট ভাই জাহাঙ্গীর দুরানির জামনগরের বাসায় মৃত্যুবরণ করেছেন সেলিম। জানুয়ারি মাসে হাড় ভেঙে যাওয়ার পর থেকেই শয্যাশায়ী ছিলেন তিনি। সুস্থ হতে পরে অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আর সুস্থ আর হওয়া হলো না।

আফগানিস্তানের কাবুলে জন্ম নেওয়া সেলিম ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় একজন ক্রিকেটার ছিলেন। এতটাই জনপ্রিয় ছিলেন যে, একসময় তাঁকে বাদ দেওয়ায় স্লোগান উঠেছিল ‘নো দুরানি, নো টেস্ট’। ১৯৬০ সালে ভারতের হয়ে অভিষেকের পরের বছরই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ১৯৬১-৬২ মৌসুমের পাঁচ টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি এই স্পিনার। সে সময় ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৯৭১ সালে প্রতিপক্ষদের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট জয়েও অনন্য অবদান রেখেছিলেন তিনি। ক্লাইভ লয়েড ও গ্যারি সোর্বাসকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি।

অনেক প্রথমের সঙ্গে জড়িত সেলিম অর্জুন পুরস্কার পাওয়া প্রথম ক্রিকেটারও ছিলেন। ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৪ বছরের ক্যারিয়ারে ২৯ টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। ১২০২ রানের সঙ্গে ৭৫ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯৬২ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন ১৯৭৩ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত