Ajker Patrika

তিন সংস্করণেই এক নম্বর হতে চান বাবর

আপডেট : ০৪ জুন ২০২২, ১৭: ৫৬
তিন সংস্করণেই এক নম্বর হতে চান বাবর

কদিন আগেই বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন, তিন সংস্করণেই শীর্ষে ওঠার সুযোগ আছে বাবরের। পাকিস্তান অধিনায়ক নিজেও এবার জানালেন, তিন সংস্করণে এক নম্বর হওয়া তাঁর স্বপ্ন।

বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে এক নম্বর ব্যাটার বাবর। কিন্তু এই দুই সংস্করণই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে ওঠার লক্ষ্য তাঁর, ‘একজন ক্রিকেটার হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এ জন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন।’

তিন সংস্করণে সেরা হতে চাইলে, ফিট থাকা সবচেয়ে বেশি জরুরি। বাবরও তাই মনে করেন। তিনি বলেন, ‘সব সংস্করণে এক নম্বর হতে হলে, নিজেকে ফিট ও সঠিক পথে রাখতে হবে। সামনে অনেক ম্যাচ আছে।  বিরতি থাকে খুব সামান্য। এ জন্য, অনেক বেশি ফিট থাকতে হয়।’

বাবরের মধ্যে সব সংস্করণেই সেরা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন কার্তিক। কদিন আগে শুভকামনাও জানিয়ে কার্তিক বলেছিলেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন সংস্করণে শীর্ষে ওঠার। সে উঁচু মানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই অন্য দুই সংস্করণে শীর্ষে উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি।’

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত