Ajker Patrika

‘বাংলাদেশ সিরিজে বড়সড় ধাক্কা খেতে পারে ভারত’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ০৭
‘বাংলাদেশ সিরিজে বড়সড় ধাক্কা খেতে পারে ভারত’

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে অনেকেই কথা বলছেন, সুনীল গাভাস্কার কী করে চুপ থাকবেন! যেখানে পান থেকে চুন খসলেই তাঁর মুখ থেকে অঝোরে ঝরতে থাকে একের পর এক বাণী। এবার তাই বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার। 

পাঁচ বছর পর ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এরই মধ্যে চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তদের মনোবল এবার বেশ চাঙা। কারণ, কদিন আগে পাকিস্তানকে তাদের মাঠেই প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ—বলতে গেলে বাংলাদেশ পুরো একটা দল হয়েই পাকিস্তানকে চেপে ধরেছে।  

১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ-পাকিস্তান ঐতিহাসিক সিরিজের কথা মনে করিয়ে দিলেন গাভাস্কার। ‘মিড-ডে’ নামে ভারতের একটি সংবাদপত্রের কলামে এই কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন,
‘তাদের (বাংলাদেশ) বেশ কিছু দারুণ ক্রিকেটার আছে। কিছু তরুণ ক্রিকেটারও আছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষকে ভয় পায় না। এখন প্রত্যেকটা দলই তাদের বিপক্ষে খেলতে নামার আগে এটা জানে যে তারা (বাংলাদেশ) হারার আগে হারে না। যাতে তারা (বাংলাদেশের প্রতিপক্ষ) নিজেরা ধসে না যায়। পাকিস্তানিরা কদিন আগে এই শিক্ষা পেয়েছে। এই সিরিজটা দেখতে অবশ্যই মুখিয়ে আছি। গুরুত্বপূর্ণ।’ 

টেস্টে প্রায় দুই বছর আগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ভারত জিতলেও অনেক ঘাম ঝরাতে হয়েছিল। মিরপুরে দ্বিতীয় টেস্টে ১৪৫ রান তাড়া করতে নেমে ভারতীয়রা হারিয়েছিল ৭ উইকেট। পুরোনো সেই সিরিজের কথা উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের (পাকিস্তান) দুটি টেস্ট ম্যাচে হারিয়ে বাংলাদেশ নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রমাণ করল। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখন বাংলাদেশ দারুণ লড়াই করেছিল। এখন পাকিস্তানকে তাদের মাঠে হারানোর পর ভারতকেও জবাব দিতে তৈরি তারা।’

ভারতের বিপক্ষে ১৫ সদস্যের যে টেস্ট দল বাংলাদেশ ঘোষণা করেছে, সেটাতে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল রয়েছে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মিরাজ তো আছেনই। স্পিনে আরও থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। ব্যাটিংয়ে অভিজ্ঞ সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের পাশাপাশি ছন্দে থাকা লিটনও আছেন। ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে, ভারত সফরে এটাই বাংলাদেশের সেরা দল।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত