বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে অনেকেই কথা বলছেন, সুনীল গাভাস্কার কী করে চুপ থাকবেন! যেখানে পান থেকে চুন খসলেই তাঁর মুখ থেকে অঝোরে ঝরতে থাকে একের পর এক বাণী। এবার তাই বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার।
পাঁচ বছর পর ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এরই মধ্যে চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তদের মনোবল এবার বেশ চাঙা। কারণ, কদিন আগে পাকিস্তানকে তাদের মাঠেই প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ—বলতে গেলে বাংলাদেশ পুরো একটা দল হয়েই পাকিস্তানকে চেপে ধরেছে।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ-পাকিস্তান ঐতিহাসিক সিরিজের কথা মনে করিয়ে দিলেন গাভাস্কার। ‘মিড-ডে’ নামে ভারতের একটি সংবাদপত্রের কলামে এই কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন,
‘তাদের (বাংলাদেশ) বেশ কিছু দারুণ ক্রিকেটার আছে। কিছু তরুণ ক্রিকেটারও আছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষকে ভয় পায় না। এখন প্রত্যেকটা দলই তাদের বিপক্ষে খেলতে নামার আগে এটা জানে যে তারা (বাংলাদেশ) হারার আগে হারে না। যাতে তারা (বাংলাদেশের প্রতিপক্ষ) নিজেরা ধসে না যায়। পাকিস্তানিরা কদিন আগে এই শিক্ষা পেয়েছে। এই সিরিজটা দেখতে অবশ্যই মুখিয়ে আছি। গুরুত্বপূর্ণ।’
টেস্টে প্রায় দুই বছর আগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ভারত জিতলেও অনেক ঘাম ঝরাতে হয়েছিল। মিরপুরে দ্বিতীয় টেস্টে ১৪৫ রান তাড়া করতে নেমে ভারতীয়রা হারিয়েছিল ৭ উইকেট। পুরোনো সেই সিরিজের কথা উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের (পাকিস্তান) দুটি টেস্ট ম্যাচে হারিয়ে বাংলাদেশ নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রমাণ করল। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখন বাংলাদেশ দারুণ লড়াই করেছিল। এখন পাকিস্তানকে তাদের মাঠে হারানোর পর ভারতকেও জবাব দিতে তৈরি তারা।’
ভারতের বিপক্ষে ১৫ সদস্যের যে টেস্ট দল বাংলাদেশ ঘোষণা করেছে, সেটাতে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল রয়েছে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মিরাজ তো আছেনই। স্পিনে আরও থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। ব্যাটিংয়ে অভিজ্ঞ সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের পাশাপাশি ছন্দে থাকা লিটনও আছেন। ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে, ভারত সফরে এটাই বাংলাদেশের সেরা দল।
আরও পড়ুন: ‘ভারত সফরে আসা এটাই বাংলাদেশের সেরা দল’
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে অনেকেই কথা বলছেন, সুনীল গাভাস্কার কী করে চুপ থাকবেন! যেখানে পান থেকে চুন খসলেই তাঁর মুখ থেকে অঝোরে ঝরতে থাকে একের পর এক বাণী। এবার তাই বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন গাভাস্কার।
পাঁচ বছর পর ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এরই মধ্যে চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তদের মনোবল এবার বেশ চাঙা। কারণ, কদিন আগে পাকিস্তানকে তাদের মাঠেই প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ—বলতে গেলে বাংলাদেশ পুরো একটা দল হয়েই পাকিস্তানকে চেপে ধরেছে।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে (চিপক) শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ-পাকিস্তান ঐতিহাসিক সিরিজের কথা মনে করিয়ে দিলেন গাভাস্কার। ‘মিড-ডে’ নামে ভারতের একটি সংবাদপত্রের কলামে এই কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন,
‘তাদের (বাংলাদেশ) বেশ কিছু দারুণ ক্রিকেটার আছে। কিছু তরুণ ক্রিকেটারও আছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষকে ভয় পায় না। এখন প্রত্যেকটা দলই তাদের বিপক্ষে খেলতে নামার আগে এটা জানে যে তারা (বাংলাদেশ) হারার আগে হারে না। যাতে তারা (বাংলাদেশের প্রতিপক্ষ) নিজেরা ধসে না যায়। পাকিস্তানিরা কদিন আগে এই শিক্ষা পেয়েছে। এই সিরিজটা দেখতে অবশ্যই মুখিয়ে আছি। গুরুত্বপূর্ণ।’
টেস্টে প্রায় দুই বছর আগে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে ভারত জিতলেও অনেক ঘাম ঝরাতে হয়েছিল। মিরপুরে দ্বিতীয় টেস্টে ১৪৫ রান তাড়া করতে নেমে ভারতীয়রা হারিয়েছিল ৭ উইকেট। পুরোনো সেই সিরিজের কথা উল্লেখ করে গাভাস্কার বলেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের (পাকিস্তান) দুটি টেস্ট ম্যাচে হারিয়ে বাংলাদেশ নিজেদের সমীহ জাগানিয়া দল হিসেবে প্রমাণ করল। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশ সফরে গিয়েছিল, তখন বাংলাদেশ দারুণ লড়াই করেছিল। এখন পাকিস্তানকে তাদের মাঠে হারানোর পর ভারতকেও জবাব দিতে তৈরি তারা।’
ভারতের বিপক্ষে ১৫ সদস্যের যে টেস্ট দল বাংলাদেশ ঘোষণা করেছে, সেটাতে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল রয়েছে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব আল হাসান ও মিরাজ তো আছেনই। স্পিনে আরও থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। ব্যাটিংয়ে অভিজ্ঞ সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকদের পাশাপাশি ছন্দে থাকা লিটনও আছেন। ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে, ভারত সফরে এটাই বাংলাদেশের সেরা দল।
আরও পড়ুন: ‘ভারত সফরে আসা এটাই বাংলাদেশের সেরা দল’
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর জয় পেয়েছিল বাংলাদেশ। বোলিং ভেলকিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দলকে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা ব্যবধানে বাংলাদেশের ছেলেদের ইমার্জিং ক্রিকেট দল আজ হারাল দক্ষিণ আফ্রিকাকে।
১ ঘণ্টা আগেদাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
১ ঘণ্টা আগেভুটানে মেয়েদের লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। উদ্বোধনী ম্যাচে থিম্পু সিটির হয়ে গোলের দেখা পান মারিয়া মান্দা। এ ছাড়া তিনটি অ্যাসিস্ট করেন শামসুন্নাহার সিনিয়র। আজ ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন কৃষ্ণা রানি সরকার। গোল পেয়েছেন মাসুরা পারভীনও।
২ ঘণ্টা আগেশিরোপাশূন্য মৌসুম কাটানোর পথে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির সঙ্গে লস ব্লাঙ্কোসদের অধ্যায়ও শেষ হচ্ছে জুনে—কদিন ধরে এটাই হচ্ছিল আলোচনা। ইতালিয়ান কোচের পর রিয়ালের হাল ধরবেন কে? এ দৌড়ে একজনের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল—জাভি আলোনসো।
২ ঘণ্টা আগে