Ajker Patrika

আইপিএল-পিএসএল নিয়ে ভারত-পাকিস্তানের ওপর ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
স্থগিত আইপিএল-পিএসএল পুনরায় শুরুর ব্যাপার নিয়ে খেপেছেন মিচেল জনসন। ছবি: ক্রিকইনফো
স্থগিত আইপিএল-পিএসএল পুনরায় শুরুর ব্যাপার নিয়ে খেপেছেন মিচেল জনসন। ছবি: ক্রিকইনফো

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।

স্থগিত হওয়া আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়াচ্ছে আগামীকাল। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির কারণে বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলা নিয়ে বিপাকে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জস বাটলারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যস্ততার কারণে তাঁর বদলে কুশল মেন্ডিসকে নিয়েছে গুজরাট টাইটান্স। যেখানে কুশল মেন্ডিস স্থগিত হওয়ার আগে খেলেছিলেন পিএসএলের লাহোর কালান্দার্সে। আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলতে ভারতে ফিরতে চাচ্ছেন না জেক ফ্রেজার ম্যাকগার্ক। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।

ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামে এক পত্রিকায় লেখা কলামে আইপিএল, পিএসএল নিয়ে কথা বলেছেন মিচেল জনসন। তাঁর মতে দুটি টুর্নামেন্ট হয় বন্ধ হওয়া উচিত না হলে বিকল্প কিছু ভাবা উচিত। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে জোর করে অথবা চাপ প্রয়োগ করে ফেরানো যাবে না। এমনকি আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই সাময়িক সময়ের জন্য থেমে ছিল। এখন সেটা ফেরানোর চেষ্টা চলছে। দুইটা টুর্নামেন্ট এখন বন্ধ হওয়া উচিত। অথবা চালিয়ে নেওয়া উচিত অন্য উপায়ে। সেটা আর্থিক দিক দিয়ে বড়সড় একটা ব্যাপার হবে।’

আইপিএলের সূচি পুনর্নিধারণ করায় টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ জুন। আর লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ১১ জুন। এই ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। যেখানে আইপিএলের দলে থাকা ৮ প্রোটিয়া ক্রিকেটার আছেন আইপিএলের ফাইনালের দলে। এতে করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) মধ্যে ‘যুদ্ধ’ চলছে বলে ক্রিকবাজ, ক্রিকইনফোর প্রতিবেদন দেখে বোঝা গেছে। তাতে করে আইপিএলে প্লে-অফ না খেলাও হতে পারে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।

জনসন এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে গুরুত্ব দিতে বলছেন। অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘এটা ভুলে গেলে চলবে না, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপার আছে। আইপিএলের ফাইনাল সরে এখন ৩ জুন চলে গেছে। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর ঠিক এক সপ্তাহ আগে। ক্রিকেটারদের প্রস্তুতিতে একটা প্রভাব ফেলবে। যেখানে টেস্ট ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচের একটা ব্যাপার থাকে।’

৯ মে আইপিএল এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে ৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেসময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে দিল্লি ও পাঞ্জাব দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের বাস ও ট্রেনে করে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। মিচেল স্টার্ক ও ম্যাকগার্ককে তখন অনেক আতঙ্কিত লাগছিল বলে ক্রিকবাজের আজকের প্রতিবেদন থেকে জানা গেছে।

জনসনের মতে ক্রিকেটারদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যদি আমাকে ভারতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হতো টুর্নামেন্টের শেষ অংশে খেলার জন্য, এখানে সহজ সিদ্ধান্ত নিতে পারতাম। আমি না বলে দিতাম। জীবন ও নিরাপত্তার ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। টাকা পয়সা না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারতের টেস্ট দলে ফিরলেন পন্ত, এবারও নেই শামি

ক্রীড়া ডেস্ক    
ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পেয়েছিলেন পন্ত। ছবি: বিসিসিআই
ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পেয়েছিলেন পন্ত। ছবি: বিসিসিআই

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন ঋষভ পন্ত। চোট কাটিয়ে উঠায় জাতীয় দলে ফেরাটা তাঁর জন্য ছিল কেবলমাত্র সময়ের অপেক্ষা। সে অপেক্ষা শেষ হয়েছে। এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পন্ত ফিরলেও এবারও উপেক্ষিত থেকে গেলেন মোহাম্মদ শামি।

ম্যানচেস্টার টেস্টে পায়ে চোট পান পন্ত। এই চোট তাঁকে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ এবং চলমান অস্ট্রেলিয়া সিরিজ থেকে দূরে রাখে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ৯০ রানের ইনিংস খেলেন পন্ত। সাড়ে তিন মাসের অপেক্ষা শেষে ফের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় আছেন তিনি। এন জগদিশানের স্থলাভিষিক্ত করা হয়েছে পন্তকে।

রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন শামি। উত্তরখণ্ডের বিপক্ষে সাত উইকেট নেন এই ডানহাতি গতি তারকা। গুজরাটের বিপক্ষে তাঁর শিকার আট উইকেট। এরপরও শামিকে বিবেচনায় আনেননি নির্বাচকরা।

কলকাতার ইডেন গার্ডেন্স আগামী ১৪ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শেষ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। ভেন্যু গৌহাটির বারশাপাড়ার ক্রিকেট স্টেডিয়াম।

ভারতে টেস্ট দল: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদূত পাড়িকল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, কুলদীপ সিং, আকাশ দীপ, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হামজা-শমিতকে নিয়েই নেপাল-ভারত ম্যাচের দল

নিজস্ব প্রতিবদেক
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২০: ৫৩
দলে আছেন হামজা চৌধুরী, শমিত শোমের মতো ফুটবলাররা। ছবি: বাফুফে
দলে আছেন হামজা চৌধুরী, শমিত শোমের মতো ফুটবলাররা। ছবি: বাফুফে

চলতি মাসে নিজেদের মাঠে নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দুটির জন্য আজ ২৭ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যথারীতি দলে আছেন হামজা চৌধুরী, শমিত শোমের মতো ফুটবলাররা।

দলে রাখা হয়নি ফাহামিদুল ইসলামকে। সবশেষ গত মাসে হংকংয়ের বিপক্ষে ও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন এই ফুটবলার। এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ফাহামিদুলের ক্ষেত্রেও সেটাই ঘটেছে।

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে একই ভেন্যুতে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জামাল, হামজারা। দুটি ম্যাচই শুরু হবে রাত ৮টায়।

এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ৪ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট। ‘সি’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে হাভিয়ের কাবরেরার দলের। এর আগে গত মার্চে প্রতিবেশী দেশটির সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় হামজার।

বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন ও মেহেদী হাসান শ্রাবন।

ডিফেন্ডার: তারিক রায়হান কাজি, রহমত মিয়া, শাকিল আহমেদ তপু, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মন, তাজউদ্দিন ও সাদ উদ্দিন।

মিডফিল্ডার: শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোঃ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী ও শমিত শোম।

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ৩৪
৯৫২টি গোল করেছেন রোনালদো। ছবি: এক্স
৯৫২টি গোল করেছেন রোনালদো। ছবি: এক্স

গত মাসে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন, অবসরে যাওয়ার আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। এবার নিজের সেই কথা থেকে সরে এলেন সাত নম্বর জার্সিধারী। পরিবারের কথা ভেবে শিগগিরই অবসরে যেতে চান তিনি।

আগামী ফেব্রুয়ারিতে ৪১ এ পা দেবেন রোনালদো। এই বয়সে এসেও দারুণ ফর্মে আছেন। এখনো পর্তুগাল জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। আল নাসরে তো তাঁকে মানা হয় প্রাণভোমরা হিসেবে। সৌদি আরবের ক্লাবটির হয়ে মাঠে নামলেই পান গোলের দেখা। রোনালদোর জোড়া গোল ভর দিয়ে সৌদি প্রো লিগের সবশেষ ম্যাচে আল ফেইহাকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

রোনালদোর বর্তমান গোলসংখ্যা ৯৫২ টি। হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করতে চাইলে আরও ৪৮ বার জালে বল জড়াতে হবে তাঁকে। এজন্য যে অন্তত আরও দেড় মৌসুম খেলা চালিয়ে যেতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ফর্ম না থাকলে তো অপেক্ষা আরও বেড়ে যাবে। পরিবারের কথা ভেবে তাই অবসর সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ইউরোপ সেরা ক্লাবের হয়ে খেলা রোনালদো।

সাংবাদিক পিয়ার্স মরগান রোনালদোর কাছে জানতে চেয়েছিলেন, কবে অবসর নেবেন? জবাবে পর্তুগিজ তারকা বলেন, ‘শিগগিরই।’ অবসরের সিদ্ধান্ত নেওয়া যে মোটেও সহজ হবে না সেটাও জানালেন রোনালদো, ‘অবসরের জন্য আমি প্রস্তুত থাকব। তবে আমার জন্য এটা খুবই কঠিন হবে।’

পরিবারের জন্য ফুটবল ছাড়া কতটা গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করেছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন, ‘সবকিছুরই শুরু আছে। সবকিছু আবার শেষও হয়ে যায়। ফুটবল ছাড়ার পর নিজেকে এবং পরিবারকে সময় দিতে পারব। আমার বাচ্চাদের লালন-পালনের জন্য সময় ব্যয় করতে পারব।’

অবসরে যাওয়ার পর ফুটবলে কাটানো দারুণ সময়গুলো মিস করবেন রোনালদো, ‘আমি ২৫,২৬, ২৭ বছর বয়স থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে আছি। আমার মনে হয় আমি সেই চাপ সহ্য করতে সক্ষম হব। ফুটবলে গোল করার জন্য যে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, তার সাথে আর কিছুরই তুলনা হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সুনীল ছেত্রীকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ২৬
১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। ছবি: এক্স
১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। ছবি: এক্স

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। সে ম্যাচের জন্য আজ ২৩ সদস্যের দল দিয়েছেন ভারতের কোচ খালিদ জামিল। দলে জায়গা হয়নি সেরা ফুটবলার সুনীল ছেত্রীর।

আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এর আগে গত মার্চে দুই দলের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সে ম্যাচ দিয়ে অবসর ভেঙে দলে ফেরেন ছেত্রী। তবে খালিদ জামিল কোচ হয়ে আসার পর দলে জায়গা পাননি ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। মূলত নতুনদের জায়গা করে দিতেই ছেত্রীকে দলের বাইরে রেখেছেন ভারতীয় কোচ।

এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভারত। তাই দুই দলের পরবর্তী ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। প্রথম চার ম্যাচ থেকে দুই দলের সংগ্রহ সমান ২ পয়েন্ট। এই গ্রুপ থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর ও হংকং।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল থেকে বেঙ্গালুরুতে ক্যাম্প শুরু করবে ভারত। ১৫ নভেম্বর দলটির ঢাকায় পা রাখার কথা।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ভারতের স্কোয়াড:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রাল্টে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।

মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত