ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
স্থগিত হওয়া আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়াচ্ছে আগামীকাল। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির কারণে বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলা নিয়ে বিপাকে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জস বাটলারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যস্ততার কারণে তাঁর বদলে কুশল মেন্ডিসকে নিয়েছে গুজরাট টাইটান্স। যেখানে কুশল মেন্ডিস স্থগিত হওয়ার আগে খেলেছিলেন পিএসএলের লাহোর কালান্দার্সে। আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলতে ভারতে ফিরতে চাচ্ছেন না জেক ফ্রেজার ম্যাকগার্ক। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।
ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামে এক পত্রিকায় লেখা কলামে আইপিএল, পিএসএল নিয়ে কথা বলেছেন মিচেল জনসন। তাঁর মতে দুটি টুর্নামেন্ট হয় বন্ধ হওয়া উচিত না হলে বিকল্প কিছু ভাবা উচিত। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে জোর করে অথবা চাপ প্রয়োগ করে ফেরানো যাবে না। এমনকি আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই সাময়িক সময়ের জন্য থেমে ছিল। এখন সেটা ফেরানোর চেষ্টা চলছে। দুইটা টুর্নামেন্ট এখন বন্ধ হওয়া উচিত। অথবা চালিয়ে নেওয়া উচিত অন্য উপায়ে। সেটা আর্থিক দিক দিয়ে বড়সড় একটা ব্যাপার হবে।’
আইপিএলের সূচি পুনর্নিধারণ করায় টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ জুন। আর লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ১১ জুন। এই ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। যেখানে আইপিএলের দলে থাকা ৮ প্রোটিয়া ক্রিকেটার আছেন আইপিএলের ফাইনালের দলে। এতে করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) মধ্যে ‘যুদ্ধ’ চলছে বলে ক্রিকবাজ, ক্রিকইনফোর প্রতিবেদন দেখে বোঝা গেছে। তাতে করে আইপিএলে প্লে-অফ না খেলাও হতে পারে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
জনসন এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে গুরুত্ব দিতে বলছেন। অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘এটা ভুলে গেলে চলবে না, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপার আছে। আইপিএলের ফাইনাল সরে এখন ৩ জুন চলে গেছে। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর ঠিক এক সপ্তাহ আগে। ক্রিকেটারদের প্রস্তুতিতে একটা প্রভাব ফেলবে। যেখানে টেস্ট ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচের একটা ব্যাপার থাকে।’
৯ মে আইপিএল এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে ৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেসময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে দিল্লি ও পাঞ্জাব দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের বাস ও ট্রেনে করে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। মিচেল স্টার্ক ও ম্যাকগার্ককে তখন অনেক আতঙ্কিত লাগছিল বলে ক্রিকবাজের আজকের প্রতিবেদন থেকে জানা গেছে।
জনসনের মতে ক্রিকেটারদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যদি আমাকে ভারতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হতো টুর্নামেন্টের শেষ অংশে খেলার জন্য, এখানে সহজ সিদ্ধান্ত নিতে পারতাম। আমি না বলে দিতাম। জীবন ও নিরাপত্তার ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। টাকা পয়সা না।’
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রভাব ক্রিকেটে কতটা পড়েছে, সেটা তো কারও অজানা নয়। আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই বাধ্য হয়ে স্থগিত করা হয়েছিল। ভারত-পাকিস্তানের এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ যখন মাঠে গড়াচ্ছে আবার, তখন ঘটছে নানা ঘটনা।
স্থগিত হওয়া আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই পুনরায় মাঠে গড়াচ্ছে আগামীকাল। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির কারণে বিদেশি ক্রিকেটারদের টুর্নামেন্টে খেলা নিয়ে বিপাকে পড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। জস বাটলারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যস্ততার কারণে তাঁর বদলে কুশল মেন্ডিসকে নিয়েছে গুজরাট টাইটান্স। যেখানে কুশল মেন্ডিস স্থগিত হওয়ার আগে খেলেছিলেন পিএসএলের লাহোর কালান্দার্সে। আবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল খেলতে ভারতে ফিরতে চাচ্ছেন না জেক ফ্রেজার ম্যাকগার্ক। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালস নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।
ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামে এক পত্রিকায় লেখা কলামে আইপিএল, পিএসএল নিয়ে কথা বলেছেন মিচেল জনসন। তাঁর মতে দুটি টুর্নামেন্ট হয় বন্ধ হওয়া উচিত না হলে বিকল্প কিছু ভাবা উচিত। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার বলেন, ‘এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে জোর করে অথবা চাপ প্রয়োগ করে ফেরানো যাবে না। এমনকি আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই সাময়িক সময়ের জন্য থেমে ছিল। এখন সেটা ফেরানোর চেষ্টা চলছে। দুইটা টুর্নামেন্ট এখন বন্ধ হওয়া উচিত। অথবা চালিয়ে নেওয়া উচিত অন্য উপায়ে। সেটা আর্থিক দিক দিয়ে বড়সড় একটা ব্যাপার হবে।’
আইপিএলের সূচি পুনর্নিধারণ করায় টুর্নামেন্টের ফাইনাল হবে ৩ জুন। আর লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ১১ জুন। এই ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। যেখানে আইপিএলের দলে থাকা ৮ প্রোটিয়া ক্রিকেটার আছেন আইপিএলের ফাইনালের দলে। এতে করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) মধ্যে ‘যুদ্ধ’ চলছে বলে ক্রিকবাজ, ক্রিকইনফোর প্রতিবেদন দেখে বোঝা গেছে। তাতে করে আইপিএলে প্লে-অফ না খেলাও হতে পারে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
জনসন এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে গুরুত্ব দিতে বলছেন। অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি পেসার বলেন, ‘এটা ভুলে গেলে চলবে না, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপার আছে। আইপিএলের ফাইনাল সরে এখন ৩ জুন চলে গেছে। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর ঠিক এক সপ্তাহ আগে। ক্রিকেটারদের প্রস্তুতিতে একটা প্রভাব ফেলবে। যেখানে টেস্ট ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচের একটা ব্যাপার থাকে।’
৯ মে আইপিএল এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তার আগে ৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে পাঞ্জাব-দিল্লি ম্যাচ মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেসময় ধর্মশালা ও পার্শ্ববর্তী বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে দিল্লি ও পাঞ্জাব দলের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের বাস ও ট্রেনে করে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। মিচেল স্টার্ক ও ম্যাকগার্ককে তখন অনেক আতঙ্কিত লাগছিল বলে ক্রিকবাজের আজকের প্রতিবেদন থেকে জানা গেছে।
জনসনের মতে ক্রিকেটারদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যদি আমাকে ভারতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হতো টুর্নামেন্টের শেষ অংশে খেলার জন্য, এখানে সহজ সিদ্ধান্ত নিতে পারতাম। আমি না বলে দিতাম। জীবন ও নিরাপত্তার ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। টাকা পয়সা না।’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৭ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৯ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৯ ঘণ্টা আগে