Ajker Patrika

সুযোগ হাতছাড়ার মিছিলে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৫: ২৮
সুযোগ হাতছাড়ার মিছিলে বাংলাদেশ

সিলেট টেস্ট নিয়ন্ত্রণে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকেরা। দিনের দ্বিতীয় সেশন শেষে নিউজিল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৬৮ রান। কিন্তু উইকেটের সংখ্যাটা নিশ্চিতভাবে আরও বাড়ত। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তো ড্যারিল মিচেলের ক্যাচ নিয়ে বুঝতে পারলেন না ব্যাটে লেগেছে কি না।

রিভিউ নেওয়া হলো না, পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাট ছুঁয়ে সোহানের হাতে জমা পড়েছে বল। মিচেলের এই ইনিংস ৪১ রানে থামে। তাইজুল ইসলামের বলে সোহানই অবশ্য মিচেলের ক্যাচ নিয়েছেন পরে।

দ্বিতীয় সেশন বিরতিতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি হাতছাড়া করল বাংলাদেশ দল। ৪৯তম ওভারের শেষ বলে মিড উইকেটে কেন উইলিয়ামসনের সহজ ক্যাচ মিস করেন তাইজুল। এই ক্যাচ হতে পারত ম্যাচের মোড় ঘোরানো। ফিফটি করে ৭০ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।

দ্বিতীয় সেশনের ২৮ ওভারে নিউজিল্যান্ড তোলে ৯০ রান। বিপরীতে বাংলাদেশি বোলাররা নিয়েছেন ২ উইকেট। মিচেল ৪১ ও হেনরি নিকোলস ফেরেন ১৯ রানে। প্রথম সেশনেও ২ উইকেট পেয়েছেন বোলাররা। টম লাথাম ২১ ও ডেভন কনওয়ে আউট হয়েছেন ১২ রানে। তাইজুল নিয়েছেন ২টি উইকেট। তবে তৃতীয় সেশনের শুরুতে টম ব্লান্ডেলকে (৬) ফিরিয়েছেন নাঈম হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। তবে ৫৯তম ওভারে নাঈম হাসানের বলে উইলিয়ামসনের সহজ আরেকটি ক্যাচ মিস করেছেন শরীফুল ইসলাম।

এর আগে শেষ উইকেট নিতে দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের লাগল মাত্র এক বল। টিম সাউদির করা দিনের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন শরীফুল। আজ আর স্কোরে কোনো রান জমা করতে পারেনি বাংলাদেশ দল। সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয়ে গেছে তারা।

স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন শরীফুল। বল লাগে তাঁর প্যাডে, কিউইদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। শরীফুল করেছেন ১৩ রান। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত