টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে এ বছরের মার্চে সর্বশেষ টেস্ট খেলেন অশ্বিন। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিরেছেন তিনি। চার মাস পর ফিরেই বিরল রেকর্ড গড়েছেন ভারতীয় এই স্পিনার।
ডোমিনিকায় গতকাল শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তেজনারায়ণ চন্দরপলকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। এই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। প্রথম ভারতীয় বোলার হিসেবে বাবা-ছেলে দুই জনকেই আউট করার কীর্তি গড়েন তিনি। ১২ বছর আগে তেজনারায়ণের বাবা শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে ২০১১ সালে টেস্টে অভিষেক হয় ভারতীয় এই স্পিনারের। দ্বিতীয় ইনিংসে শিবনারায়ণকে এলবিডব্লু করেন তিনি। সব মিলিয়ে চন্দরপল জুটির উইকেট পাঁচবার নিয়েছেন ভারতীয় এই স্পিনার। ২০১১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন। এরপর ২০১৩ সালে ভারত সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে—দুই স্টেডিয়ামেই এই বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছিলেন অশ্বিন।
অশ্বিনসহ বাবা-ছেলের উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন পাঁচ বোলার। প্রথম এই কীর্তি গড়েন স্যার ইয়ান বোথাম। ১৯৭৮ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নসের উইকেট নিয়েছেন বোথাম। এরপর ১৯৯২ সালে ল্যান্সের ছেলে ক্রিস কেয়ার্নসের উইকেট নেন ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। বোথামের পর ওয়াসিম আকরামও কিউইদের কেয়ার্নস জুটির উইকেট পেয়েছিলেন। আর সবচেয়ে বেশি তিনবার চন্দরপল জুটির বিপক্ষে হয়েছে এই রেকর্ড। মিচেল স্টার্ক, সায়মন হারমারের পর গতকাল চন্দরপল জুটির উইকেট নেন অশ্বিন। ২০১২ সালে শিবনারায়ণ ও ২০২২ সালে তেজনারায়ণের উইকেট নেন স্টার্ক। আর এ বছরের মার্চে জোহানেসবার্গে চন্দরপল জুটির উইকেট নেওয়ার কীর্তি গড়েন সায়মন হারমার।
বাবা-ছেলে দুজনেরই উইকেট নেওয়া বোলাররা:
১. ইয়ান বোথাম (ইংল্যান্ড) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৭৮) ও ক্রিস কেয়ার্নস (১৯৯২)
২. ওয়াসিম আকরাম (পাকিস্তান) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৮৫) ও ক্রিস কেয়ার্নস (১৯৯৫)
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১২) ও তেজনারায়ণ চন্দরপল (২০২২)
৪. সায়মন হারমার (দক্ষিণ আফ্রিকা) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১৫) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১১) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে এ বছরের মার্চে সর্বশেষ টেস্ট খেলেন অশ্বিন। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিরেছেন তিনি। চার মাস পর ফিরেই বিরল রেকর্ড গড়েছেন ভারতীয় এই স্পিনার।
ডোমিনিকায় গতকাল শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তেজনারায়ণ চন্দরপলকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। এই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। প্রথম ভারতীয় বোলার হিসেবে বাবা-ছেলে দুই জনকেই আউট করার কীর্তি গড়েন তিনি। ১২ বছর আগে তেজনারায়ণের বাবা শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে ২০১১ সালে টেস্টে অভিষেক হয় ভারতীয় এই স্পিনারের। দ্বিতীয় ইনিংসে শিবনারায়ণকে এলবিডব্লু করেন তিনি। সব মিলিয়ে চন্দরপল জুটির উইকেট পাঁচবার নিয়েছেন ভারতীয় এই স্পিনার। ২০১১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন। এরপর ২০১৩ সালে ভারত সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে—দুই স্টেডিয়ামেই এই বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছিলেন অশ্বিন।
অশ্বিনসহ বাবা-ছেলের উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন পাঁচ বোলার। প্রথম এই কীর্তি গড়েন স্যার ইয়ান বোথাম। ১৯৭৮ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নসের উইকেট নিয়েছেন বোথাম। এরপর ১৯৯২ সালে ল্যান্সের ছেলে ক্রিস কেয়ার্নসের উইকেট নেন ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। বোথামের পর ওয়াসিম আকরামও কিউইদের কেয়ার্নস জুটির উইকেট পেয়েছিলেন। আর সবচেয়ে বেশি তিনবার চন্দরপল জুটির বিপক্ষে হয়েছে এই রেকর্ড। মিচেল স্টার্ক, সায়মন হারমারের পর গতকাল চন্দরপল জুটির উইকেট নেন অশ্বিন। ২০১২ সালে শিবনারায়ণ ও ২০২২ সালে তেজনারায়ণের উইকেট নেন স্টার্ক। আর এ বছরের মার্চে জোহানেসবার্গে চন্দরপল জুটির উইকেট নেওয়ার কীর্তি গড়েন সায়মন হারমার।
বাবা-ছেলে দুজনেরই উইকেট নেওয়া বোলাররা:
১. ইয়ান বোথাম (ইংল্যান্ড) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৭৮) ও ক্রিস কেয়ার্নস (১৯৯২)
২. ওয়াসিম আকরাম (পাকিস্তান) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৮৫) ও ক্রিস কেয়ার্নস (১৯৯৫)
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১২) ও তেজনারায়ণ চন্দরপল (২০২২)
৪. সায়মন হারমার (দক্ষিণ আফ্রিকা) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১৫) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১১) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
২২ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
২৭ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৩৭ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে