টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে এ বছরের মার্চে সর্বশেষ টেস্ট খেলেন অশ্বিন। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিরেছেন তিনি। চার মাস পর ফিরেই বিরল রেকর্ড গড়েছেন ভারতীয় এই স্পিনার।
ডোমিনিকায় গতকাল শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তেজনারায়ণ চন্দরপলকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। এই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। প্রথম ভারতীয় বোলার হিসেবে বাবা-ছেলে দুই জনকেই আউট করার কীর্তি গড়েন তিনি। ১২ বছর আগে তেজনারায়ণের বাবা শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে ২০১১ সালে টেস্টে অভিষেক হয় ভারতীয় এই স্পিনারের। দ্বিতীয় ইনিংসে শিবনারায়ণকে এলবিডব্লু করেন তিনি। সব মিলিয়ে চন্দরপল জুটির উইকেট পাঁচবার নিয়েছেন ভারতীয় এই স্পিনার। ২০১১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন। এরপর ২০১৩ সালে ভারত সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে—দুই স্টেডিয়ামেই এই বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছিলেন অশ্বিন।
অশ্বিনসহ বাবা-ছেলের উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন পাঁচ বোলার। প্রথম এই কীর্তি গড়েন স্যার ইয়ান বোথাম। ১৯৭৮ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নসের উইকেট নিয়েছেন বোথাম। এরপর ১৯৯২ সালে ল্যান্সের ছেলে ক্রিস কেয়ার্নসের উইকেট নেন ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। বোথামের পর ওয়াসিম আকরামও কিউইদের কেয়ার্নস জুটির উইকেট পেয়েছিলেন। আর সবচেয়ে বেশি তিনবার চন্দরপল জুটির বিপক্ষে হয়েছে এই রেকর্ড। মিচেল স্টার্ক, সায়মন হারমারের পর গতকাল চন্দরপল জুটির উইকেট নেন অশ্বিন। ২০১২ সালে শিবনারায়ণ ও ২০২২ সালে তেজনারায়ণের উইকেট নেন স্টার্ক। আর এ বছরের মার্চে জোহানেসবার্গে চন্দরপল জুটির উইকেট নেওয়ার কীর্তি গড়েন সায়মন হারমার।
বাবা-ছেলে দুজনেরই উইকেট নেওয়া বোলাররা:
১. ইয়ান বোথাম (ইংল্যান্ড) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৭৮) ও ক্রিস কেয়ার্নস (১৯৯২)
২. ওয়াসিম আকরাম (পাকিস্তান) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৮৫) ও ক্রিস কেয়ার্নস (১৯৯৫)
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১২) ও তেজনারায়ণ চন্দরপল (২০২২)
৪. সায়মন হারমার (দক্ষিণ আফ্রিকা) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১৫) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১১) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে ছিলেন না রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে এ বছরের মার্চে সর্বশেষ টেস্ট খেলেন অশ্বিন। ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিরেছেন তিনি। চার মাস পর ফিরেই বিরল রেকর্ড গড়েছেন ভারতীয় এই স্পিনার।
ডোমিনিকায় গতকাল শুরু হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তেজনারায়ণ চন্দরপলকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন অশ্বিন। এই উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। প্রথম ভারতীয় বোলার হিসেবে বাবা-ছেলে দুই জনকেই আউট করার কীর্তি গড়েন তিনি। ১২ বছর আগে তেজনারায়ণের বাবা শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে ২০১১ সালে টেস্টে অভিষেক হয় ভারতীয় এই স্পিনারের। দ্বিতীয় ইনিংসে শিবনারায়ণকে এলবিডব্লু করেন তিনি। সব মিলিয়ে চন্দরপল জুটির উইকেট পাঁচবার নিয়েছেন ভারতীয় এই স্পিনার। ২০১১ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শিবনারায়ণের উইকেট নিয়েছিলেন। এরপর ২০১৩ সালে ভারত সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে ইডেন গার্ডেন্স, মুম্বাইয়ের ওয়াংখেড়ে—দুই স্টেডিয়ামেই এই বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছিলেন অশ্বিন।
অশ্বিনসহ বাবা-ছেলের উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন পাঁচ বোলার। প্রথম এই কীর্তি গড়েন স্যার ইয়ান বোথাম। ১৯৭৮ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নসের উইকেট নিয়েছেন বোথাম। এরপর ১৯৯২ সালে ল্যান্সের ছেলে ক্রিস কেয়ার্নসের উইকেট নেন ইংল্যান্ডের সাবেক এই অলরাউন্ডার। বোথামের পর ওয়াসিম আকরামও কিউইদের কেয়ার্নস জুটির উইকেট পেয়েছিলেন। আর সবচেয়ে বেশি তিনবার চন্দরপল জুটির বিপক্ষে হয়েছে এই রেকর্ড। মিচেল স্টার্ক, সায়মন হারমারের পর গতকাল চন্দরপল জুটির উইকেট নেন অশ্বিন। ২০১২ সালে শিবনারায়ণ ও ২০২২ সালে তেজনারায়ণের উইকেট নেন স্টার্ক। আর এ বছরের মার্চে জোহানেসবার্গে চন্দরপল জুটির উইকেট নেওয়ার কীর্তি গড়েন সায়মন হারমার।
বাবা-ছেলে দুজনেরই উইকেট নেওয়া বোলাররা:
১. ইয়ান বোথাম (ইংল্যান্ড) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৭৮) ও ক্রিস কেয়ার্নস (১৯৯২)
২. ওয়াসিম আকরাম (পাকিস্তান) : প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; উইকেট: ল্যান্স কেয়ার্নস (১৯৮৫) ও ক্রিস কেয়ার্নস (১৯৯৫)
৩. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১২) ও তেজনারায়ণ চন্দরপল (২০২২)
৪. সায়মন হারমার (দক্ষিণ আফ্রিকা) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১৫) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
৫. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) : প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ: উইকেট: শিবনারায়ণ চন্দরপল (২০১১) ও তেজনারায়ণ চন্দরপল (২০২৩)
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৫ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৮ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১২ ঘণ্টা আগে