কথায় আছে, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা’। ভদ্রোচিত আচরণের জন্য বেশ সুনাম আছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। কেন উইলিয়ামসনও ভদ্রলোক হিসেবে ক্রিকেট পাড়ায়। অধিনায়ক হলেও নিজের আবেগ দারুণ নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি। ম্যাচ হারলেও তাঁর মুখে প্রায় হাসি লেগে থাকতে দেখা যায়। আর এই উইলিয়ামসনই এবার ‘প্রতারণার’ জন্য শুনছেন গালমন্দ।
ব্রিসবেনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন জস বাটলার। কাভারে অসাধারণ ডাইভ দিয়ে ক্যাচটা ধরেই ফেলেছিলেন উইলিয়ামসন। ব্যক্তিগত ৮ রান করা বাটলারও চলে যাচ্ছিলেন। পরে আম্পায়াররা রিপ্লেতে দেখেন, উইলিয়ামসন ক্যাচটা ধরে রাখতে পারেননি। অথচ কিউই তারকা এমন ভাব করেছিলেন যেন কিছুই হয়নি।
এই ক্যাচের এই মিথ্যা নাটকের ইস্যুতে সামাজিকমাধ্যমে ভিলেনে পরিণত হয়েছেন উইলিয়ামসন। অনেকের চোখে, কিউই অধিনায়ক এখন প্রতারক। উদিত নামের একজন টুইট করেছেন, ‘কেন উইলিয়ামসন একজন প্রতারক। কেউ বলবে না যে কর্ম তার খেয়াল রাখবে। কারণ তার হাসি খুব মিষ্টি।’
ড্যানিয়েল নরক্রস নামে একজনের টুইট, ‘ইংল্যান্ড এখানে প্রতারণার শিকার হয়েছে।’
ব্যক্তিগত ৮ রানে জীবন পেয়ে ৭৩ রান করে থামেন বাটলার। ইংলিশ উইকেটরক্ষকের অধিনায়কোচিত ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান করে ইংল্যান্ড। ম্যাচটি ২০ রানে জেতে জেতে ইংলিশরা। বাটলারও হয়েছেন ম্যাচসেরা।
উইলিয়ামসন অবশ্য এখানে আত্মপক্ষ সমর্থন করতেই পারেন। কে না জানে, ‘প্রেম এবং যুদ্ধে নৈতিকতা নেই।’ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তো কিউইদের জন্য যুদ্ধই, বলতে গেলে। এই ম্যাচে জিতলে টি-টোয়েন্টি সেমিফাইনালেও পা রাখতো নিউজিল্যান্ড। তার জন্য বাটলারকে ছলচাতুরিতে ফেরাতে তো চাইবেনই যে কেউ।
কথায় আছে, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা’। ভদ্রোচিত আচরণের জন্য বেশ সুনাম আছে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। কেন উইলিয়ামসনও ভদ্রলোক হিসেবে ক্রিকেট পাড়ায়। অধিনায়ক হলেও নিজের আবেগ দারুণ নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি। ম্যাচ হারলেও তাঁর মুখে প্রায় হাসি লেগে থাকতে দেখা যায়। আর এই উইলিয়ামসনই এবার ‘প্রতারণার’ জন্য শুনছেন গালমন্দ।
ব্রিসবেনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন জস বাটলার। কাভারে অসাধারণ ডাইভ দিয়ে ক্যাচটা ধরেই ফেলেছিলেন উইলিয়ামসন। ব্যক্তিগত ৮ রান করা বাটলারও চলে যাচ্ছিলেন। পরে আম্পায়াররা রিপ্লেতে দেখেন, উইলিয়ামসন ক্যাচটা ধরে রাখতে পারেননি। অথচ কিউই তারকা এমন ভাব করেছিলেন যেন কিছুই হয়নি।
এই ক্যাচের এই মিথ্যা নাটকের ইস্যুতে সামাজিকমাধ্যমে ভিলেনে পরিণত হয়েছেন উইলিয়ামসন। অনেকের চোখে, কিউই অধিনায়ক এখন প্রতারক। উদিত নামের একজন টুইট করেছেন, ‘কেন উইলিয়ামসন একজন প্রতারক। কেউ বলবে না যে কর্ম তার খেয়াল রাখবে। কারণ তার হাসি খুব মিষ্টি।’
ড্যানিয়েল নরক্রস নামে একজনের টুইট, ‘ইংল্যান্ড এখানে প্রতারণার শিকার হয়েছে।’
ব্যক্তিগত ৮ রানে জীবন পেয়ে ৭৩ রান করে থামেন বাটলার। ইংলিশ উইকেটরক্ষকের অধিনায়কোচিত ফিফটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান করে ইংল্যান্ড। ম্যাচটি ২০ রানে জেতে জেতে ইংলিশরা। বাটলারও হয়েছেন ম্যাচসেরা।
উইলিয়ামসন অবশ্য এখানে আত্মপক্ষ সমর্থন করতেই পারেন। কে না জানে, ‘প্রেম এবং যুদ্ধে নৈতিকতা নেই।’ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা তো কিউইদের জন্য যুদ্ধই, বলতে গেলে। এই ম্যাচে জিতলে টি-টোয়েন্টি সেমিফাইনালেও পা রাখতো নিউজিল্যান্ড। তার জন্য বাটলারকে ছলচাতুরিতে ফেরাতে তো চাইবেনই যে কেউ।
বড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
৪৩ মিনিট আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যেই দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদও প্রকাশ করে।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে১৭তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু হচ্ছে আগামীকাল। প্রায় ৫০০ অ্যাথলেট ও কোচ অংশ নিতে যাচ্ছেন এই টুর্নামেন্টে। সামার অ্যাথলেটিকসের মূল ইভেন্ট হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে।
৩ ঘণ্টা আগে