Ajker Patrika

সতীর্থকে বাজে ভাষায় বকাবকি করলেন সরফরাজ 

সতীর্থকে বাজে ভাষায় বকাবকি করলেন সরফরাজ 

অধিনায়কদের মেজাজ হারিয়ে ফেলা খেলার মাঠে হরহামেশাই ঘটে থাকে। তা সেটা আন্তর্জাতিক ম্যাচ হোক বা প্রস্তুতি ম্যাচ। গতকাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রদর্শনী ম্যাচে সতীর্থের ওপর রাগ ঝেরেছেন সরফরাজ আহমেদ। 

কোয়েটার বুগতি স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এই ম্যাচে কোয়েটার অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করে কোয়েটা। ১৮৫ রান তাড়া করতে গিয়ে ৩.৪ ওভারে বিনা উইকেটে ৪০ রান করে ফেলেছিল পেশোয়ার। পেশোয়ারের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসেছিলেন আয়মাল খান। আয়মালকে বাউন্ডারি হাঁকিয়েছিলেন মোহাম্মদ হারিস। ব্যাপারটি হজম করতে না পেরে আয়মালকে বকাবকি করেন সরফরাজ। 

এর আগে এমন কাজের জন্য অনেক সমালোচিত হয়েছিলেন সরফরাজ। ২০২১ সালে সরফরাজের বাজে ব্যবহার নিয়ে আলিম দারের কাছে নালিশ করেছিলেন আকিব জাভেদ। আর গত বছর ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অশ্রাব্য গালিগালাজ করায় জরিমানা গুনতে হয়েছিল। সিন্ধু-বালুচিস্তান ম্যাচে কাশিফ ভাট্টির বলে আউট হয়ে ক্ষেপে গিয়েছিলেন সিন্ধুর ব্যাটার সরফরাজ। 

পিএসএলের অষ্টম মৌসুম শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারী। বরাবরের মতো এবারও কোয়েটাকে নেতৃত্ব দেবেন সরফরাজ। ১৫ ফেব্রুয়ারি মুলতান সুলতানসের বিপক্ষে সরফরাজদের পিএসএল অভিযান শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত