ক্রিকেটপ্রেমীদের কাছে আশির দশক রঙিন হয়ে আছে চার ফাস্ট বোলিং অলরাউন্ডারের নৈপুণ্যে। ইমরান খান, কপিল দেব, স্যার ইয়ান বোথাম, স্যার রিচার্ড হ্যাডলি—ক্রিকেটপ্রেমীদের কাছে হৃদয়ে শিহরণ জাগানো অনুভূতির নাম।
বর্তমান সময়েও আছেন মুগ্ধ করা এমন চতুষ্টয়—তাঁরা অবশ্য অলরাউন্ডার নন; শুধুই ব্যাটসম্যান। এই অভিজাত ক্লাবের চার সদস্য হচ্ছেন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অনেক সেঞ্চুরি তাঁদের। অথচ এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই তাঁদের। বিষয়টি একটু অবাক করার মতোই!
বিরাট কোহলি
টেস্ট ও ওয়ানডে মিলিয়ে এখন পর্যন্ত ৭০টি সেঞ্চুরি করা কোহলির আইপিএলেও আছে পাঁচ-পাঁচটি সেঞ্চুরি। যেখানে ২০১৬ আইপিএলেই করেছেন ৪টি সেঞ্চুরি। অথচ ভারতীয় জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তিন অঙ্ক ছোঁয়া যেন এক ‘মরীচিকা’! সর্বোচ্চ ৯৪ রানে অপরাজিত থেকেছেন। ৮০ থেকে ৯০-এর ঘরে তাঁর রয়েছে ৭টি ইনিংস, যার পাঁচটিতেই ছিলেন অপরাজিত। কখনো নিজের সেঞ্চুরি পূর্ণ হওয়ার আগেই দল পেয়েছে জয়ের দেখা। কখনো দলের প্রয়োজনে নিজের সেঞ্চুরির ভাবনা ঝেড়ে ফেলতে হয়েছে।
স্টিভ স্মিথ
টেস্টে কোহলির সমান ২৭ সেঞ্চুরি আছে স্মিথের। টেস্টের পারফরম্যান্স টেনে এনেছেন ওয়ানডেতেও। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরিতে ৭২ গড়ে করেছেন ২১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতেও একটা সেঞ্চুরি আছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই একটিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি করেছেন চারটি, যার মধ্যে দুবার পৌঁছেছেন ৮০-এর ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯০ রানে থেমেছেন স্মিথ।
কেন উইলিয়ামসন
১৪৪ বছরের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। বরফশীতল ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কে যেমন দুর্দান্ত ইনিংস খেলেন, দলকেও এগিয়ে নেন দুরন্ত গতিতে ৷ এখন পর্যন্ত ৮৫ টেস্টে সেঞ্চুরি আছে ২৪টি। ওয়ানডেতেও ১৩ সেঞ্চুরিতে তাঁর গড় ৫০ ছুঁই ছুঁই। স্মিথের মতো কিউই অধিনায়কেরও স্বীকৃত টি-টোয়েন্টিতে একটা সেঞ্চুরি আছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩টা ফিফটি করলেও ছুঁতে পারেননি তিন অঙ্ককে।
জো রুট
ইংল্যান্ড টেস্ট অধিনায়ক টেস্টে সেঞ্চুরি করেছেন ২৩টি। অভিজাত সংস্করণে এ বছর পার করছেন স্বপ্নের মতো। ওয়ানডেতে সেঞ্চুরি আছে ১৬টি। তবে টি-টোয়েন্টিতে নেই একটিও সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি নেই রুটের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ পেরিয়েছেন পাঁচবার, ৮০ পেরিয়েছেন দুবার। সর্বোচ্চ ৯০ রানে অপরাজিত থেকেছেন। ইংল্যান্ড টি-টোয়েন্টি দলেও এখন তিনি ব্রাত্য। ওয়ানডে, টেস্টকে যতটা আপন করতে পেরেছেন, টি-টোয়েন্টিতে ততটা নয়।
ক্রিকেটপ্রেমীদের কাছে আশির দশক রঙিন হয়ে আছে চার ফাস্ট বোলিং অলরাউন্ডারের নৈপুণ্যে। ইমরান খান, কপিল দেব, স্যার ইয়ান বোথাম, স্যার রিচার্ড হ্যাডলি—ক্রিকেটপ্রেমীদের কাছে হৃদয়ে শিহরণ জাগানো অনুভূতির নাম।
বর্তমান সময়েও আছেন মুগ্ধ করা এমন চতুষ্টয়—তাঁরা অবশ্য অলরাউন্ডার নন; শুধুই ব্যাটসম্যান। এই অভিজাত ক্লাবের চার সদস্য হচ্ছেন বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অনেক সেঞ্চুরি তাঁদের। অথচ এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই তাঁদের। বিষয়টি একটু অবাক করার মতোই!
বিরাট কোহলি
টেস্ট ও ওয়ানডে মিলিয়ে এখন পর্যন্ত ৭০টি সেঞ্চুরি করা কোহলির আইপিএলেও আছে পাঁচ-পাঁচটি সেঞ্চুরি। যেখানে ২০১৬ আইপিএলেই করেছেন ৪টি সেঞ্চুরি। অথচ ভারতীয় জার্সিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে তিন অঙ্ক ছোঁয়া যেন এক ‘মরীচিকা’! সর্বোচ্চ ৯৪ রানে অপরাজিত থেকেছেন। ৮০ থেকে ৯০-এর ঘরে তাঁর রয়েছে ৭টি ইনিংস, যার পাঁচটিতেই ছিলেন অপরাজিত। কখনো নিজের সেঞ্চুরি পূর্ণ হওয়ার আগেই দল পেয়েছে জয়ের দেখা। কখনো দলের প্রয়োজনে নিজের সেঞ্চুরির ভাবনা ঝেড়ে ফেলতে হয়েছে।
স্টিভ স্মিথ
টেস্টে কোহলির সমান ২৭ সেঞ্চুরি আছে স্মিথের। টেস্টের পারফরম্যান্স টেনে এনেছেন ওয়ানডেতেও। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরিতে ৭২ গড়ে করেছেন ২১৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতেও একটা সেঞ্চুরি আছে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই একটিও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটি করেছেন চারটি, যার মধ্যে দুবার পৌঁছেছেন ৮০-এর ঘরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯০ রানে থেমেছেন স্মিথ।
কেন উইলিয়ামসন
১৪৪ বছরের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। বরফশীতল ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কে যেমন দুর্দান্ত ইনিংস খেলেন, দলকেও এগিয়ে নেন দুরন্ত গতিতে ৷ এখন পর্যন্ত ৮৫ টেস্টে সেঞ্চুরি আছে ২৪টি। ওয়ানডেতেও ১৩ সেঞ্চুরিতে তাঁর গড় ৫০ ছুঁই ছুঁই। স্মিথের মতো কিউই অধিনায়কেরও স্বীকৃত টি-টোয়েন্টিতে একটা সেঞ্চুরি আছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩টা ফিফটি করলেও ছুঁতে পারেননি তিন অঙ্ককে।
জো রুট
ইংল্যান্ড টেস্ট অধিনায়ক টেস্টে সেঞ্চুরি করেছেন ২৩টি। অভিজাত সংস্করণে এ বছর পার করছেন স্বপ্নের মতো। ওয়ানডেতে সেঞ্চুরি আছে ১৬টি। তবে টি-টোয়েন্টিতে নেই একটিও সেঞ্চুরি। স্বীকৃত টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি নেই রুটের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ পেরিয়েছেন পাঁচবার, ৮০ পেরিয়েছেন দুবার। সর্বোচ্চ ৯০ রানে অপরাজিত থেকেছেন। ইংল্যান্ড টি-টোয়েন্টি দলেও এখন তিনি ব্রাত্য। ওয়ানডে, টেস্টকে যতটা আপন করতে পেরেছেন, টি-টোয়েন্টিতে ততটা নয়।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে