Ajker Patrika

অবশেষে আঞ্চলিক ক্রিকেট সংস্থার অনুমোদন বিসিবির এজিএমে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে আঞ্চলিক ক্রিকেট সংস্থার অনুমোদন বিসিবির এজিএমে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন এসেছে। ক্রিকেটকে দেশের প্রতিটি অঞ্চলে ভালোভাবে ছড়িয়ে দিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থার। আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের লক্ষেই গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে বিসিবি। একই সঙ্গে ঢাকা বিভাগের সব পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরশিপের সংখ্যা সমান করে দেওয়ার অনুমোদনও পেয়েছে বোর্ড। 

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠেয় এজিএমে আলোচনার বিষয়বস্তু ছিল গঠনতন্ত্র সংশোধন। সর্বসম্মতিক্রমে এজিএমে গঠনতন্ত্র সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। 

অনেক আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের বিষয়টি। তবে নানা কারণে বছরের পর বছর সেটার অনুমোদন দিতে পারেনি বিসিবি। নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদে এসে অবশেষে অনুমোদন পেল এটি। এজিএম শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘এত দিন আমরা ঢাকা থেকে সব নিয়ন্ত্রণ করে এসেছি। এখন ঢাকা থেকে বিভাগে যাচ্ছি। জেলায় তো আমাদের আরও কম নিয়ন্ত্রণ ছিল। এখন এর কার্যক্রম শুরু হয়ে গেল, এসব ক্ষেত্রে আমরা আরও ভালো করতে পারব। আশা করছি আমাদের পরবর্তী বোর্ড সভার আগেই কার্যক্রম শুরু হয়ে যাবে (আঞ্চলিক ক্রিকেট সংস্থার)।’ 

আঞ্চলিক ক্রিকেট সংস্থা বড় বিভাগগুলোতে ১৭ সদস্যের হবে এবং ছোটগুলোতে ১১ সদস্যের। তবে পুরোপুরি নিয়ন্ত্রণের সুযোগ পাচ্ছে না বিভাগগুলো। দিকনির্দেশনার ভারটা থাকবে বিসিবির কাঁধেই। প্রথমবারের মতো আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন হওয়ায় শুরুতে নিয়ন্ত্রণ রাখতে চায় বোর্ড। বিসিবির সভাপতি বললেন, ‘আপাতত প্রাথমিক দিকনির্দেশনাটা বিসিবিই তৈরি করবে। এই দায়িত্ব বিসিবিকে দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত