Ajker Patrika

চট্টগ্রামকে শেষ চারে তুললেন জ্যাকস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামকে শেষ চারে তুললেন জ্যাকস

বাঁচা-মরার ম্যাচ হয়তো নয়। তবে এর চেয়ে কোনো অংশে কমও নয়। জিতলেই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চার নিশ্চিত, হারলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে—এমন সমীকরণ নিয়ে তলানির দল সিলেট সানরাইজার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

উইল জ্যাকসের অসাধারণ ব্যাটিংয়ে চ্যালেঞ্জটা জিতেই নিল চট্টগ্রাম। শঙ্কার মেঘ উড়িয়ে উঠে গেল শেষ চারে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শনিবার সিলেটকে ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ গড়ে সিলেট। জবাবে ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় বন্দর নগরীর দল। জ্যাকস অপরাজিত থাকেন ৯২ রানে। এবারের বিপিএলে এটি তাঁর চতুর্থ ফিফটি। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯৮ রান এখন এই ইংলিশ ব্যাটারের।

৩৫ বলে ফিফটি ছোঁয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন জ্যাকস। ক্যারিয়ারসেরা ইনিংসে ৮ চার ও ৪ ছক্কা মারেন তিনি। আলাউদ্দিন বাবুর করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে ম্যাচের যবনিকা টানেন তিনি।

ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম। ১০ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। রয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান সংখ্যক ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া সিলেটের বিদায় নিশ্চিত হয়েছে অনেক আগে।

আগামী সোমবার এলিমিনেটরের মিনিস্টার ঢাকা অথবা খুলনা টাইগার্সের মুখোমুখি হবে আফিফ হোসেন-মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম।  

সংক্ষিপ্ত স্কোর
সিলেট: ২০ ওভারে ১৮৫/৬
(বোপারা ৪৪; মৃত্যুঞ্জয় ৩/৩৭)

চট্টগ্রাম: ১৯.১ ওভারে ১৮৮/৬
(জ্যাকস ৯২; সোহাগ ২/২১)

ফল: চট্টগ্রাম ৪ উইকেটে জয়ী 
ম্যাচসেরা: জ্যাকস (চট্টগ্রাম)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত