ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় ম্যাচে এসে অধরা জয়ের দেখা পেল নিগার সুলতানার দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় ৯ রানে।
পাকিস্তান যেন নিগারদের 'প্রিয়' প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ৷ এই দলকেই বাছাইপর্বে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত হয়েছিল। এবার তাদের বিপক্ষেই এল ইতিহাস গড়া জয়। মিল আছে আরেক জায়গাতেও। ১৯৯৯ সালে ছেলেদের প্রথম বিশ্বকাপে বাংলাদেশ ইতিহাস গড়েছিল এই পাকিস্তানকে হারিয়ে ৷ মেয়েদেরও তা-ই ৷
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভয়ডরহীন ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ৩ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২৫ রান। বাংলাদেশের দরকার ২ উইকেটে। কিন্তু ২০ রান বাকি থাকতে রিতু মুনির থ্রোয়ে সিদরা আমিন রান আউটে কাটা পড়লে পাকিস্তানের জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। ইনিংসের শুরু থেকে দলকে এত দূর টেনে আনেন এই পাকিস্তান ওপেনার। ১০৪ রানে তিনি ফিরলে তাই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। তবু পাকিস্তান ম্যাচ নিয়ে যায় শেষ ওভারে।
৬ বলে তখন পাকিস্তানের দরকার ১৬ রান। শেষ ওভারে বোলিংয়ে আসেন নাহিদা আক্তার। প্রথম ৫ বলে দেন ৬ রান। ইনিংসের শেষ বলের আগে ইতিহাস গড়তে এক কদম দূরে বাংলাদেশ। নাহিদার ইয়র্কার লেংথের বল মিড উইকেটের দিকে ঠেলে ১ রানের বেশি নিতে পারেননি গুলাম ফাতিমা। আর তাতেই ৯ রানের জয়ে ততক্ষণে উল্লাস শুরু করে দেয় সালমা-জাহানারারা।
এর আগে টস হেরে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফারজানা হক। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ৪৬ আর সারমিন আক্তার করেন ৪৪ রান। আর বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ৩টি ও রুমানা আহমেদ নেন ২ উইকেট।
ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় ম্যাচে এসে অধরা জয়ের দেখা পেল নিগার সুলতানার দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় ৯ রানে।
পাকিস্তান যেন নিগারদের 'প্রিয়' প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ৷ এই দলকেই বাছাইপর্বে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত হয়েছিল। এবার তাদের বিপক্ষেই এল ইতিহাস গড়া জয়। মিল আছে আরেক জায়গাতেও। ১৯৯৯ সালে ছেলেদের প্রথম বিশ্বকাপে বাংলাদেশ ইতিহাস গড়েছিল এই পাকিস্তানকে হারিয়ে ৷ মেয়েদেরও তা-ই ৷
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভয়ডরহীন ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ৩ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২৫ রান। বাংলাদেশের দরকার ২ উইকেটে। কিন্তু ২০ রান বাকি থাকতে রিতু মুনির থ্রোয়ে সিদরা আমিন রান আউটে কাটা পড়লে পাকিস্তানের জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। ইনিংসের শুরু থেকে দলকে এত দূর টেনে আনেন এই পাকিস্তান ওপেনার। ১০৪ রানে তিনি ফিরলে তাই ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। তবু পাকিস্তান ম্যাচ নিয়ে যায় শেষ ওভারে।
৬ বলে তখন পাকিস্তানের দরকার ১৬ রান। শেষ ওভারে বোলিংয়ে আসেন নাহিদা আক্তার। প্রথম ৫ বলে দেন ৬ রান। ইনিংসের শেষ বলের আগে ইতিহাস গড়তে এক কদম দূরে বাংলাদেশ। নাহিদার ইয়র্কার লেংথের বল মিড উইকেটের দিকে ঠেলে ১ রানের বেশি নিতে পারেননি গুলাম ফাতিমা। আর তাতেই ৯ রানের জয়ে ততক্ষণে উল্লাস শুরু করে দেয় সালমা-জাহানারারা।
এর আগে টস হেরে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন ফারজানা হক। অধিনায়ক নিগারের ব্যাট থেকে আসে ৪৬ আর সারমিন আক্তার করেন ৪৪ রান। আর বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ৩টি ও রুমানা আহমেদ নেন ২ উইকেট।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে