Ajker Patrika

ডালাসের মসজিদ নির্মাণকাজে সাকিব-মাহমুদউল্লাহর সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ডালাস থেকে 
ডালাসের মসজিদ নির্মাণকাজে সাকিব-মাহমুদউল্লাহর সহায়তা

ডালাসের আবহাওয়া নিয়ে আগাম কিছু অনুমান করা কঠিন হয়ে পড়ছে দিনে দিনে—কথাটা গতকাল এক বাংলাদেশি প্রবাসীর কাছেই শোনা। ডালাসে গত পরশু দুপুরে বাংলাদেশ দল পৌঁছানোর কিছু পরেই শুরু তুমুল বৃষ্টি। আরও কিছুক্ষণ পর দেখা গেল টর্নেডোও! গ্রীষ্মে ডালাসের আবহাওয়াই নাকি এমন—এই রোদ, এই বৃষ্টি, এমনকি কখনো কখনো আতঙ্ক ছড়ানো টর্নেডো!

কাল ডালাসে এসে পৌঁছার পর বিশ্রামে ছিল পুরো বাংলাদেশ দল। বিশ্রামে আছে আজও। টিম হোটেলে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দেখে সকালের সময় কাটছে তাদের। তবে সাকিবরা গতকালকের সময়টা কাজে লাগিয়েছেন দাতব্য কাজে অংশ নিয়ে। বিকেলে ডালাসের অ্যালেন মসজিদে গিয়েছিলেন মসজিদ নির্মাণ কাজের তহবিল গঠনে সহায়তা করতে। সাকিবের সঙ্গে গিয়েছিলেন মাহমুদউল্লাহ, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। বাংলাদেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে সালাম-হাত মেলানো ও ছবি তোলার এই সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের প্রবেশ ফি ধার্য করা হয়েছে ৫০ ডলার।

বাংলাদেশের তারকা ক্রিকেটারদের দেখতে আসা হলভর্তি দর্শকেরা সাকিবদের উদ্দেশে বলেছেন, ‘আমরা চাই শ্রীলঙ্কার সঙ্গে আপনারা ম্যাচটি জিতুন’—দর্শকের এই চাওয়ার বিপরীতে সাকিবের উত্তর, ‘ইনশাআল্লাহ’। শুধু ডালাসেই নয়, যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়মিত সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। এই যেমন নিউইয়র্কে লং আইল্যান্ডের যেখানে বাড়ি কিনেছেন সাকিব, সেখানে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন সতীর্থ, বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করে খাইয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত