Ajker Patrika

সমালোচনায় পাত্তা দেননি শান্ত

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১২: ২৮
সমালোচনায় পাত্তা দেননি শান্ত

পারফরম্যানস যেমনই হোক, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আলাপ-আলোচনা খুবই সাধারণ ব্যাপার। কান পাতলেই শোনা যায়, শান্তকে নিয়ে চলছে বিস্তর সমালোচনা। তবে শান্ত এসব সমালোচনাকে পাত্তা দেননি। গত রাতে দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন শান্ত। পাঁচ ম্যাচে করেছেন ১৮০ রান। গড় ৩৬ এবং স্ট্রাইক রেট ১১৪.৬৪। করেছেন দুটো ফিফটি, যেখানে ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ফিফটি তুলে নিয়েছিলেন। আর অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন দ্বিতীয় ফিফটি।

নিজের পারফরম্যানসে সন্তুষ্টি প্রকাশ করেছেন শান্ত। সমালোচনায় কান না দিয়ে নিজের খেলায় মনোযোগী ছিলেন বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার বলেন, ‘আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আসলে ওদিকে আমি একদম ফোকাসই দিইনি। আমি আমার খেলায় বা অনুশীলনে ফোকাস দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু আমি মনে করি যে এখান থেকে আরো ভালো করতে পারি। সামনে ওটা চেষ্টা থাকবে।’

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে ৯ রানে এবং জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছিল সাকিব আল হাসানের দল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর পর বাংলাদেশের জয়। সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাতে দল হিসেবে পারফরম্যান্স না করার আক্ষেপ শান্তর। আবার বিগত বিশ্বকাপগুলোর তুলনায় এটাই তাঁর (শান্ত) কাছে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মনে হয় যে, যদি আমরা আগের বিশ্বকাপগুলো দেখি ফল অনুযায়ী ভালো করেছি। সব থেকে ভালো যে দিকটা ছিল, আমরা দুটো ম্যাচ জিতেছি, এবং ভালো ক্রিকেট খেলেছি। ওগুলোতে আমরা দল হিসেবে ভালো খেলেছি। যেগুলো জিততে পারিনি, ওগুলো দল হিসেবে জিততে পারিনি। দল হিসেবে সবাই একসঙ্গে পারফরম্যান্স করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত