Ajker Patrika

ফেরার ম্যাচেই ব্যর্থ সাকিব, ধুঁকছে রংপুরও

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৫: ৩২
ফেরার ম্যাচেই ব্যর্থ সাকিব, ধুঁকছে রংপুরও

২০২৩ সালের ৬ নভেম্বর—শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটাই সাকিব আল হাসানের পেশাদার ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ। এরপর কেটে গেছে আড়াই মাস। বিপিএল দিয়ে ফিরেছেন তিনি। তবে ফেরাটা সুখকর হয়নি।

এবারের বিপিএলে আজই প্রথম ম্যাচ খেলতে নেমেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।  টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং পেয়ে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় রংপুর। ইনিংসের প্রথম বলে ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন মোহাম্মদ ইমরান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার রনি তালুকদারের সঙ্গে সাকিব দারুণ খেলছিলেন। তবে জুটিটা ভেঙে গেছে দ্রুতই। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই জোড়া ধাক্কা দিয়েছেন খালেদ আহমেদ। ওভারের চতুর্থ বলে রনিকে ফিরিয়েছেন, এরপর একই ওভারের শেষ বলে তাঁর বলে বোল্ড হয়েছেন সাকিব। ৩ বলে ২ রান করেন সাকিব। রংপুরের স্কোর হয়ে যায় ২ ওভারে ৩ উইকেটে ১৫ রান।

এমন বিপর্যয় সামলে উঠতে না উঠতেই আবারও ধাক্কা খায় রংপুর। পঞ্চম ওভারের শেষ বলে আজমতউল্লাহ ওমরজাইকে কট অ্যান্ড বোল্ড করেন দুনিথ ভেল্লালাগে। তাতে রংপুরের স্কোর হয়ে যায় ৫ ওভারে ৪ উইকেটে ৩১ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে  রংপুরের হাল ধরেন শামীম। পঞ্চম উইকেট জুটিতে ৩০ বলে ৩৪ রান যোগ করেন শামীম ও সোহান। সোহানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন শোয়েব মালিক। দশম ওভারের শেষ বলে মালিককে লেট কাট করতে যান সোহান। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরেছেন বরিশালের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ২৩ বলে ২ ছক্কায় ২৩ রান করেন রংপুর অধিনায়ক সোহান। তাতে ১০ ওভার শেষে রংপুরের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৬৫ রান।

অর্ধেক ওভারে অর্ধেক উইকেট হারানোর পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন মোহাম্মদ নবী। ১২ বলে ১০ রান করেছেন তিনি। ১৪তম ওভারের চতুর্থ বলে মেহেদী হাসান মিরাজকে স্লগ সুইপ করতে যান নবী। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেছেন মালিক। স্কোরবোর্ডে ৮৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির স্কোর ১৫ ওভারে ৬ উইকেটে ৯৫ রান। শামীম ৩৩ রানে অপরাজিত আছেন। ৬ রানে ব্যাটিং করছেন শেখ মেহেদী হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত