Ajker Patrika

জোহানেসবার্গ থেকে লাহোর, অস্ট্রেলিয়ান বোলারদের ‘বেদম পিটুনি’র গল্প চলছেই

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৩: ৫৬
জোহানেসবার্গ থেকে লাহোর, অস্ট্রেলিয়ান বোলারদের ‘বেদম পিটুনি’র গল্প চলছেই

বাবর আজম ও ইমাম উল হকের জোড়া সেঞ্চুরিতে পরশু লাহোরে ইতিহাস গড়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাবরের দল। এই জয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি আজ। লাহোরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

এর আগে পরশু দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৩৪৮ রানের পাহাড় গড়েও নিজেদের হার এড়াতে পারেনি। এর আগেও বেশ কবার এমন বড় সংগ্রহ নিয়েও হারতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

টি-টোয়েন্টির আবির্ভাবের পর থেকেই ওয়ানডেতে বড় রান তাড়া করে ম্যাচ জয়ের সংখ্যা বেড়েছে। তবে এই জায়গাটায় সবচেয়ে বেশিবার হারের তিক্ত স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়ানরা ৷ সাড়ে তিন শ ছুঁইছুঁই কিংবা তার চেয়ে বেশি রান করে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত হেরেছে ছয়বার, যার সর্বশেষটি পরশু লাহোরে। আগে ব্যাটিং করে ৩৪৮ রান করেও হেরেছে অ্যারন ফিন্সের দল।

বড় লক্ষ্য দাঁড় করেও অস্ট্রেলিয়ার হারের শুরুটা ২০০৬ সালে জোহানেসবার্গে। সেবার ওয়ানডে ইতিহাসের রেকর্ড ৪৩৪ সংগ্রহ করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল রিকি পন্টিংয়ের মহাপরাক্রমশীল অস্ট্রেলিয়াকে। পরের বছর হ্যামিল্টনে নিউজিল্যান্ডকে ৩৪৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অস্ট্রেলিয়া হেরেছিল শেষ ওভারের রোমাঞ্চে।

সর্বশেষ ২০১৬ সালে আরেকবার সেই দক্ষিণ আফ্রিকার কাছে পা হড়কেছিল অস্ট্রেলিয়ার। ডারবানে আগে ব্যাটিং করে ৩৭১ রান তোলার পর অস্ট্রেলিয়া হেরেছিল ৪ উইকেটে। এর আগে ২০১৩ সালে দুইবার ভারতের কাছে তাদের মাঠে সাড়ে তিন শর বেশি করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। এই প্রতিটি হারের কোনোটিই ঘরের মাঠে নয়। সবগুলো ম্যাচই তারা হেরেছে প্রতিপক্ষের মাঠে।

অস্ট্রেলিয়ার একসময়ের নির্বাচক ও সাবেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার প্রয়াত রডনি মার্শ অবশ্য এর একটা ব্যাখ্যা দিয়েছিলেন। মার্শের দাবি ছিল, বড় রান করেও অস্ট্রেলিয়ার ম্যাচ হারের কারণ দ্বিতীয় সারির বোলিং লাইনআপ নিয়ে খেলতে নামা। গতকালের ম্যাচেও তা-ই দেখা গেছে। অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ তিন অস্ত্র মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে ছাড়ায় এই সিরিজ খেলছে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত