Ajker Patrika

‘বাংলাদেশের মানুষ হার-জিত নিয়ে মাথা ঘামায় না’

আপডেট : ১৬ মে ২০২৪, ১৪: ৫৬
‘বাংলাদেশের মানুষ হার-জিত নিয়ে মাথা ঘামায় না’

বিশ্বকাপের গল্পটা সব সময় বাংলাদেশের জন্য হতাশার। সেটা ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন গল্পটা ভিন্ন হয় সেই লক্ষ্যে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত-তাসকিন আহমেদরা। 

যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তাই নিজেদের ফটোসেশনটা আজ মিরপুরে সেরে নিয়েছে বাংলাদেশ দল। বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোর সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারের ওপর বিসিবির বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের প্রত্যাশা কী সেটা জানতে চাওয়া হয়েছিল আজ। 

নিজের মতামত জানাতে গিয়ে ক্রিকেটারদের স্বাধীনভাবে বিশ্বকাপে খেলতে বলেছেন পাপন। মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘সাহস করে খেলতে হবে। টি-টোয়েন্টি এমন একটা খেলা, ভয় মাথায় ঢুকলে কখনো সফল হওয়া যাবে না। খুব চাপ যেন না হয়, স্বাধীনভাবে যেন নিজেদের খেলাটা খেলে।’ 

আর দল নিয়ে প্রত্যাশার বিষয়ে পাপন বলেছেন, ‘প্রত্যাশা কম হওয়ার সুযোগই নেই। ওরা যেন ভালো খেলে। হার-জিত নিয়ে দেশের মানুষ মাথা ঘামায় না। দেশের মানুষও মাথা ঘামায় না।’ 

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে তাসকিন আহমেদের সঙ্গে যৌথভাবে ৮ উইকেট নিয়েও বিশ্বকাপে সুযোগ পাননি সাইফউদ্দিন। বাংলাদেশি অলরাউন্ডারের সুযোগ না পাওয়া নিয়ে পাপন বলেছেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে আপনার... সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে একদম হুলুস্থূল কিছু হয়েছে, তা আমি মনে করি না। আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...