নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এমন উইকেটে দুইশ রানের আগে অলআউট হওয়া নিশ্চয়ই পোড়াবে সাকিব আল হাসানের দলকে। তবে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করছেন বাংলাদেশের বোলাররা।
এর মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ রান। জয় থেকে আর খুব বেশি দূরে নেই স্বাগতিকেরা। বাংলাদেশকে উইকেট দুটি এনে দিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই পেসার ভালোই ভোগাচ্ছেন পাকিস্তান ব্যাটারদের।
পাকিস্তানের ৩৫ রানের ওপেনিং জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ফখর জামানকে ফেরান তিনি। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩১ বলে ২০ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর বাবর আজমকে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন ইমাম-উল-হক। তাঁদের দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৩৯ রান।
এই জুটি ভাঙেন তাসকিন। বাবরকে বোল্ড করে ফেরান তিনি। একটু ফুলার লেংথ বল ছিল। তবে বল খুব একটা বাউন্স করেনি, যতটা বাবর ভেবেছিলেন। তাতেই বিপদ ঘটে। ব্যাটের নিচের দিকে লাগলেও বল খুঁজে নেয় স্টাম্প। পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ২২ বলে ১৭ রান করে।
বাবরের আউটের আগে ইমামের জন্য রিভিউ নিয়ে সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। এর আগে হাসান মাহমুদও তাঁর বিপক্ষে রিভিউ নিয়ে উইকেট নিতে পারেননি। দুইবারই বল ট্র্যাকিং দেখিয়েছে, বল পড়েছে লেগ স্টাম্প লাইনের বাইরে। দুটিই রিভিউ এর মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লিখতে লিখতে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েও বেঁচেছেন ইমাম। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম।
লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটের সুবিধা নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। এমন উইকেটে দুইশ রানের আগে অলআউট হওয়া নিশ্চয়ই পোড়াবে সাকিব আল হাসানের দলকে। তবে স্বল্প পুঁজি নিয়েও লড়াই করছেন বাংলাদেশের বোলাররা।
এর মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যদিও এই প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৫ রান। জয় থেকে আর খুব বেশি দূরে নেই স্বাগতিকেরা। বাংলাদেশকে উইকেট দুটি এনে দিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুই পেসার ভালোই ভোগাচ্ছেন পাকিস্তান ব্যাটারদের।
পাকিস্তানের ৩৫ রানের ওপেনিং জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ফখর জামানকে ফেরান তিনি। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ৩১ বলে ২০ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর বাবর আজমকে নিয়ে দ্রুতই রান তুলতে থাকেন ইমাম-উল-হক। তাঁদের দ্বিতীয় উইকেট জুটি থেকে আসে ৩৯ রান।
এই জুটি ভাঙেন তাসকিন। বাবরকে বোল্ড করে ফেরান তিনি। একটু ফুলার লেংথ বল ছিল। তবে বল খুব একটা বাউন্স করেনি, যতটা বাবর ভেবেছিলেন। তাতেই বিপদ ঘটে। ব্যাটের নিচের দিকে লাগলেও বল খুঁজে নেয় স্টাম্প। পাকিস্তান অধিনায়ক আউট হয়েছেন ২২ বলে ১৭ রান করে।
বাবরের আউটের আগে ইমামের জন্য রিভিউ নিয়ে সফলতার মুখ দেখেনি বাংলাদেশ। এর আগে হাসান মাহমুদও তাঁর বিপক্ষে রিভিউ নিয়ে উইকেট নিতে পারেননি। দুইবারই বল ট্র্যাকিং দেখিয়েছে, বল পড়েছে লেগ স্টাম্প লাইনের বাইরে। দুটিই রিভিউ এর মধ্যে হারিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লিখতে লিখতে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ আউট হয়েও বেঁচেছেন ইমাম। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ইমাম।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৪ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৫ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৫ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৫ ঘণ্টা আগে