Ajker Patrika

কোহলির ব্যাটে লড়ছে ভারত

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২১: ৩৬
কোহলির ব্যাটে লড়ছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বিশ্বকাপের সবচেয়ে উত্তাপ ছড়ানো ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রান।

 ২০১৯ বিশ্বকাপের পর এই প্রথম ভারত-পাকিস্তান লড়াই। দুবাইয়ে রোমাঞ্চকর এই লড়াইয়ে টস জিতে বিরাট কোহলিদের ব্যাটিংয়ে পাঠান বাবর আজম। ম্যাচের প্রথম ওভারে ভারতকে ধাক্কা দেন শাহিন আফ্রিদি। ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে ফেরান ওপেনার রোহিত শর্মাকে (০)। রোহিতের আউটের পর দলকে আরও তাতিয়ে দিতে উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা পাকিস্তান সমর্থকেরা। 

নিজের তৃতীয় ওভারে এসে আবারও আঘাত হানেন শাহিন। এবার শাহিনের শিকার লোকেশ রাহুল। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে বোল্ড করেন রাহুলকে। ৬ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন এই ফাস্ট বোলার। দুই উইকেট হারিয়েও অবশ্য লড়াইয়ের ইঙ্গিত দেন সূর্য কুমার যাদব। ডিপ স্কয়ারের ওপর দিয়ে শাহিনকে ওই ওভারেই গ্যালারিতে আছড়ে ফেলেন যাদব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। বোলিংয়ে এসেই হাসান আলী উইকেটের পেছনে ক্যাচ বানান যাদবকে (১১)। 

 ৩১ রানে তিন টপ অর্ডার ব্যাটার হারানোর পর অধিনায়ক কোহলি নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন। ঋষভ পন্তকে ও কোহলি ও যখন পাকিস্তানি বোলারদের জবাব দিতে শুরু করেন তখনই পন্তকে ফেরান শাদাব খান। ৩০ বলে ৩৯ রান করা পন্তের ক্যাচ শাদাব নিজেই নিয়েছেন। কোহলির সঙ্গে এখন উইকেটে আছেন জাদেজা। এই দুজনের ব্যাটে এগোচ্ছে ভারত।         

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত