নিজস্ব প্রতিবেদক, পুনে থেকে
২০২৩ বিশ্বকাপে বিপুল প্রত্যাশা নিয়ে এসে প্রায় ভরাডুবিই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ৮ ম্যাচে ২ জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। দর্শক-সমর্থকেরা পরিবর্তন দেখতে চান নির্বাচক প্যানেলেও।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও চান নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসুক। তাঁর মতে, প্রায় এক যুগ ধরে প্রধান নির্বাচক হিসেবে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে আর দেখতে চান না তিনি। আজ বিকেলে পুনেতে আশরাফুল বলেছেন, ‘অবশ্যই (পরিবর্তন হওয়া উচিত)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বের সব জায়গায়। আরেকবার বলেছিলাম এ কথাটা। তিনি (নান্নু) উদাহরণ দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার একজন এমন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না। আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো যায়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন ব্রেন (মস্তিষ্ক) দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়, ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে আমরা কেন ১০–১২জন (প্রধান) কোচ পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।’
নান্নুর কাছ থেকে নতুন কোনো ভাবনা আর পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন আশরাফুল, ‘ওই মানের কোনো খাতেই কোয়ালিটি জিনিস নেই। আপনাদের কাছে নাম জিজ্ঞেস করলে আপনারা নাম খুঁজে পাবেন না। এটাই আসলে সমস্যা। নাম না পেলেও এই লেভেলে যারা কিছু খেলেছে, তাদের সুযোগ দিলে তাহলে নতুন নতুন আইডিয়া আসবে। একই আইডিয়া নিয়ে ১২ বছর ধরে আছেন, এখন পরিবর্তন আসা উচিত।’
যদি নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, আশরাফুল কি সেটি লুফে নেবেন? সাবেক এ অধিনায়কের উত্তর, ‘যেহেতু আমি ২৬–২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। এ ধরনের যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আমি চিন্তা করব।’
২০২৩ বিশ্বকাপে বিপুল প্রত্যাশা নিয়ে এসে প্রায় ভরাডুবিই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ৮ ম্যাচে ২ জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছে। দর্শক-সমর্থকেরা পরিবর্তন দেখতে চান নির্বাচক প্যানেলেও।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও চান নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসুক। তাঁর মতে, প্রায় এক যুগ ধরে প্রধান নির্বাচক হিসেবে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে আর দেখতে চান না তিনি। আজ বিকেলে পুনেতে আশরাফুল বলেছেন, ‘অবশ্যই (পরিবর্তন হওয়া উচিত)। একটা মানুষ ১২ বছর ধরে আছেন। শুধু আমি নই বিশ্বের সব জায়গায়। আরেকবার বলেছিলাম এ কথাটা। তিনি (নান্নু) উদাহরণ দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার একজন এমন ছিলেন। তখন অস্ট্রেলিয়া টানা ১২–১৩ টেস্ট জিতেছিল। ওটা হিসাব করবেন না। আমাদের সবশেষ তিনটি আইসিসির ইভেন্ট ভালো যায়নি। এবারও ভালো হয়নি। দুটি ম্যাচ জিতে আটে আছি। এ কারণে অবশ্যই নতুন ব্রেন (মস্তিষ্ক) দরকার। এটা লম্বা সময়ে থাকার পজিশন নয়, ২–৪ বছর থাকার পজিশন। নতুন মানুষ এলে নতুন ভাবনা আসবে। ২৩ বছরে আমরা কেন ১০–১২জন (প্রধান) কোচ পরিবর্তন করলাম। নতুন কিছু চিন্তার জন্যই তো পরিবর্তন করেছি।’
নান্নুর কাছ থেকে নতুন কোনো ভাবনা আর পাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন আশরাফুল, ‘ওই মানের কোনো খাতেই কোয়ালিটি জিনিস নেই। আপনাদের কাছে নাম জিজ্ঞেস করলে আপনারা নাম খুঁজে পাবেন না। এটাই আসলে সমস্যা। নাম না পেলেও এই লেভেলে যারা কিছু খেলেছে, তাদের সুযোগ দিলে তাহলে নতুন নতুন আইডিয়া আসবে। একই আইডিয়া নিয়ে ১২ বছর ধরে আছেন, এখন পরিবর্তন আসা উচিত।’
যদি নির্বাচক হওয়ার প্রস্তাব দেওয়া হয়, আশরাফুল কি সেটি লুফে নেবেন? সাবেক এ অধিনায়কের উত্তর, ‘যেহেতু আমি ২৬–২৭ বছর ধরে ক্রিকেট খেলছি। ভবিষ্যতেও আমি ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। এ ধরনের যদি কোনো পরিস্থিতি আসে, অবশ্যই আমি চিন্তা করব।’
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
৩ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে