Ajker Patrika

বিসিবির প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তি

শান্তদের বাড়লেও বিজয়দের বেতন বাড়েনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫: ৫৬
শান্তর বেতন বাড়লেও বিজয়ের বেতন থাকছে আগের মতোই। ছবি: ফাইল ছবি
শান্তর বেতন বাড়লেও বিজয়ের বেতন থাকছে আগের মতোই। ছবি: ফাইল ছবি

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণে শুধু বেতন-ম্যাচ ফি থেকেই এখন বছরে কোটি টাকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁদের। নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রেও ব্যাপারটা একই।

টেস্টে ভালো করতে দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটকাঠামো উন্নত হওয়ার বিকল্প নেই। সেই প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে থাকা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা দিতে কী উদ্যোগ নিচ্ছে বিসিবি, সে প্রশ্ন এসেই যায়। সূত্র জানায়, এ বছর নতুন করে প্রথম শ্রেণির ক্রিকেটারদের আর বেতন বাড়ায়নি বিসিবি। প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তি থাকা সর্বোচ্চ ‘এ’ গ্রেডের একজন ক্রিকেটার পাচ্ছেন ৩৫ হাজার টাকা, ‘বি’ গ্রেডে থাকা ক্রিকেটার পাচ্ছেন ৩০ হাজার টাকা আর ‘সি’ গ্রেডের ক্রিকেটারদের বেতন ২৫ হাজার টাকা। এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুনরা আছেন ‘এ’ গ্রেডে। এ নিয়ে কিছুটা অসন্তুষ্টি কাজ করছে অনেক ক্রিকেটারের মনে। ঘরোয়া ক্রিকেটের এক নিয়মিত মুখ কাল বলছিলেন, ‘কদিন আগে কোয়াবের (ক্রিকেটারদের সংগঠন) মিটিংয়ে আমরা বিষয়টি তুলেছিলাম। তামিম ভাইসহ (ইকবাল) আরও অনেকে ছিলেন মিটিংয়ে। আমরা দেখি সব মনোযোগ শুধু জাতীয় দলকে ঘিরে। জাতীয় দলের ক্রিকেটারদের যেভাবে বেতন বাড়ে, প্রথম শ্রেণির চুক্তিতে ততটা নয়।’

গ্রাফিক্স: আজকের পত্রিকা
গ্রাফিক্স: আজকের পত্রিকা

বেতন না বাড়লেও এবার প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির তালিকা আরেকটু বড় করেছে বিসিবি। গত বছর যেখানে চুক্তিতে ৮৪ ক্রিকেটার ছিলেন, এবার সেখানে আরও ১৬ জন বেড়ে হয়েছে ১০০ জন। ম্যাচ ফি বেড়েছে ১৫ শতাংশ। গত বছর জাতীয় লিগে (এনসিএল) ম্যাচ ফি ছিল সর্বোচ্চ ৬৫ হাজার টাকা, এবার সেটি হয়েছে ৭৫ হাজার টাকা। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) গত বছর ম্যাচ ফি ছিল ৮০ হাজার টাকা, এ বছর সেটি ৮৫ হাজার টাকা করা হয়েছে।

গোলাপি বলের বিসিএল হবে তো?

ঘরোয়া মৌসুমের শুরুতে এনসিএল আয়োজনের পর শীতকালেই সাধারণত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির লিগ বিসিএল করে থাকে বিসিবি। তবে সর্বশেষ মৌসুমে এনসিএলের পর বিসিএল আর হয়নি। সেটি আগামী মে মাসে আয়োজন করবে বিসিবি। বাংলাদেশ ঘরের মাঠে শীত মৌসুমে টেস্ট খেলে কম। অতিথি দলের সঙ্গে বেশির ভাগ টেস্ট খেলতে হয় গরমের সময়ে। গরমের কন্ডিশনে অভ্যস্ততা তৈরি করতে এবারের বিসিএল তীব্র গরমের সময়ে আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। তীব্র গরমে খেলোয়াড়দের ফিটনেসের কথা চিন্তা করে এক-দুটি চার দিনের ম্যাচ গোলাপি বলে করার ভাবনাও আছে বিসিবির। গত ২ মাস বোর্ডের টুর্নামেন্ট কমিটি বিষয়টি নিয়ে যথেষ্ট পরিকল্পনা করলেও নতুন করে কিছু জটিলতা তৈরি হয়েছে।

মে মাসে মেয়েদের ইমার্জিং টিমের খেলা আছে, নিউজিল্যান্ড ‘এ’-বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচও পড়ে যাচ্ছে একই সময়ে। সে ক্ষেত্রে ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলের চার দিনের ম্যাচ খেলতে মিরপুর, সিলেট ও চট্টগ্রামের ভেন্যু চাইলেই মিলবে না। সব সূচি মিলিয়ে সর্বোচ্চ এক-দুটি ম্যাচ গোলাপি বলে করার চিন্তা বিসিবির।

যদিও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এখনো নিশ্চিত নন, তাঁরা আদৌ গোলাপি বলের চার দিনের ম্যাচ আয়োজন করতে পারবেন কি না। কাল তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘মে মাসের গরমের কথা ভেবে ফ্লাড লাইটে খেলানোর কথা চিন্তা করছিলাম। আর বিসিএল ফ্র্যাঞ্চাইজি লিগ বলে পৃষ্ঠপোষক দরকার আছে, একটু আকর্ষণীয় করাও ছিল উদ্দেশ্য। তবে কিছু জটিলতা আছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি আমরা। আমাদের সামনে কোনো গোলাপি বলের টেস্টও নেই। তিন-চার দিনের মধ্যে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত