Ajker Patrika

তামিমকে নেতৃত্ব দেবেন ভেবে রোমাঞ্চিত রাব্বি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তামিমকে নেতৃত্ব দেবেন ভেবে রোমাঞ্চিত রাব্বি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন অধিনায়কের চমক। এবার যেমন ঢাকা ডমিনেটরস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে নাসির হোসেনকে। খুলনা টাইগার্সও চমক রেখেই অধিনায়কের নাম ঘোষণা করেছে।

আইকন তামিম ইকবালকে রেখে ইয়াসির আলী রাব্বিকে এই মৌসুমের জন্য দায়িত্ব দিয়েছে খুলনা। দুজনই অবশ্য চট্টগ্রাম থেকে উঠে এসেছেন। সে হিসেবে দুজনের চেনাজানাও ভালো। তামিমকে নেতৃত্ব দেবেন ভেবে রোমাঞ্চিত রাব্বি, 'এটা আমার জন্য রোমাঞ্চকর। তামিম ভাইকে তো ছোটকাল থেকেই দেখে আসছি। ভালোই লাগছে, তামিম ভাইকে আমি নেতৃত্ব দেব। এটা আমার জন্য অনেক গৌরবের, সম্মানের। তামিম ভাইয়ের মতো খেলোয়াড় আমার নেতৃত্বে খেলবেন।'

রাব্বির হাতে নেতৃত্ব ভার তুলে দেওয়ার কারণ হিসেবে তারুণ্যের ওপর ভরসা রাখার কথা জানিয়েছে খুলনা কর্তৃপক্ষ। খুলনার ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ বেগম বলেছেন, 'উনাকে (রাব্বি) অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। সবার তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে ওঠার জন্য। এভাবে সে নিজেকে প্রস্তুত করতে পারে ও বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিল অধিনায়ক পাবে।'

তামিমের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খুলনা কৃর্তপক্ষ। শিরোপা জেতার কথা না বললেও ভালো কিছুর চেষ্টা করবেন জানিয়ে রাব্বি বলেছেন, 'নার্ভাস না, উত্তেজিত আসলে। জীবনের নতুন একটা জিনিস তাও বিপিএলের মতো আসরে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার। তামিম ভাইয়ের সঙ্গে দল গঠনের পর থেকেই কথা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর তেমন কথা হয়নি। শুধু বলেছেন, আমাকে যখন তোর প্রয়োজন হবে আমি পাশে আছি। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবশ্যই সহায়তা করব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত