Ajker Patrika

শাহরুখের সঙ্গে আবারও জুটি বাঁধছেন সাকিব

আপডেট : ১৯ মে ২০২৪, ১৫: ৪৫
শাহরুখের সঙ্গে আবারও জুটি বাঁধছেন সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই যুক্তরাষ্ট্রে শুরু হবে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। ৪ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে এবার খেলবেন সাকিব আল হাসান। 

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে টুর্নামেন্ট মাতাবেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি অলরাউন্ডারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। দলটি লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের ২০২৪ মেজর লিগ ক্রিকেটের টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন। শিগগির দেখা হচ্ছে সাকিব।’ 

সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে নিয়েছে লস অ্যাঞ্জেলেস। প্রথমবারের মতো সুযোগ পাওয়া এই টুর্নামেন্টে দলে সতীর্থ হিসেবে পাবেন গত আসরে খেলা আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়দের। ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দেওয়ায় অনেকটা পুরোনো ডেরায় ফিরেছেন তিনি। কেননা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েই ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। 

শাহরুখ খানের মালিকানাধীন দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলবেন সাকিব। ছবি: এক্স২০১১ থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে কলকাতার হয়ে খেলেছেন সাকিব। পরে অবশ্য ২০১৭-১৮ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন তিনি। ২০২১ সালে অবশ্য পুনরায় কলকাতায় যোগ দেন তিনি। তবে সবশেষ তিন আসরে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। 

আইপিএলের হয়ে সাকিবের খেলার স্মৃতিই নিজেদের বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে লস অ্যাঞ্জেলেস। তারা লিখেছে, ‘সাকিব, অবশ্যই নাইট রাইডার্সের পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০১২ ও ২০১৪ সালের শিরোপা জয়সহ বিভিন্ন সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই জুলাইয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জার্সিতে তাঁকে দেখার অপেক্ষা আর সইছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত