Ajker Patrika

তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক শান্ত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ০৬
তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক শান্ত

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন সংস্করণের নেতৃত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। আজ বিসিবি পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম বোর্ড সভা হলো এবার। 

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিদায় নিয়ে গুঞ্জন, সাকিব আল হাসান নেতৃত্বে থাকবেন নাকি শান্তর কাঁধে দায়িত্ব উঠবে, তামিম ইকবালের জাতীয় দলে ফেরা না ফেরার আলোচনার মধ্যে শুরু হয় আজকের বোর্ড সভা। সেখানে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 

ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে গণমাধ্যমে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর একদিনও তিনি অধিনায়কত্ব করতে চান না। অবশ্য সে বিষয়ে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি। তবে বিশ্বকাপে ভরাডুবির পর তাঁকে আর নেতৃত্বে দেখা যায়নি। খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও। 

সাকিবের পরিবর্তে কিউইদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। এরপর থেকে এই বাঁহাতি ব্যাটারকে দলের ভবিষ্যতের দলনেতা হিসেবে চিন্তাভাবনা শুরু করে বিসিবি। শেষ পর্যন্ত সেটিই বাস্তবায়ন হলো বোর্ড সভায়। সাকিবের পরিবর্তে তিন সংস্করণের জন্য বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন শান্ত। 

বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তগত বছর প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। তিন ফরম্যাটেই সেই অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। দুই টেস্টে নেতৃত্ব দিয়ে তাঁর জয় একটি—সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে। শান্তর নেতৃত্বে বাংলাদেশ ৬ ওয়ানডে খেলে জিতেছে ১ ম্যাচ। ৩ টি-টোয়েন্টিতেও জয় ১টি। 

বিসিবির সবশেষ বোর্ড সভা হয়েছিল গত আগস্টে, সেটিও জরুরি ভিত্তিতে। তার আগে নিয়মিত বোর্ড সভা হয়েছিল গত জুনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত