Ajker Patrika

‘ভারতের কোনো ভয়ংকর বোলার নেই’

আপডেট : ২৩ জুন ২০২৩, ১২: ৩১
‘ভারতের কোনো ভয়ংকর বোলার নেই’

অনেক দিন ধরেই পাকিস্তান দলের বাইরে আহমেদ শেহজাদ। সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। নিকট ভবিষ্যতে যে সুযোগ পাবেন এমনটাও খুব একটা আশা করা যাচ্ছে না।

তবে, পারফরম্যান্সে আলোচনায় না থাকলেও মাঝে মাঝে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করে সমালোচনায় আসেন শেহজাদ। এবার তেমনি এক আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানি এই ব্যাটার। তাঁর মতে, ভারতের কোনো ভয়ংকর বোলার নেই।

পাকিস্তানের এক ইউটিউব পডকাস্টে এমনটি জানিয়েছেন শেহজাদ। নিজের মত জানানোর আগে ভারতীয় বোলারদের প্রতি সম্মান রেখেই তিনি বলেছেন, ‘তাদের অসম্মান করছি না। প্রতিপক্ষের ব্যাটাররা ভয়ে ভয়ে খেলবে এমন কোনো বোলার নেই তাদের। জাসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিনের মতো ভালো বোলার আছে তাদের, কিন্তু তাঁরা কেউই ভয়ংকর বোলার নন। তাদের ব্যাটাররা ভয়ংকর।’

শেহজাদের এমন মন্তব্য শোনার পর নিশ্চয়ই খুশি হবেন না ভারতীয় বোলাররা। তাঁদের লক্ষ্য থাকবে বোলিং দিয়েই পাকিস্তানি ব্যাটারের সমালোচনার জবাব দেওয়া। সেই সুযোগ তাঁরা পাচ্ছেনও। এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের জাত চেনানোর দুর্দান্ত সুযোগ পাচ্ছেন তাঁরা। বিশ্বকাপে তো দুই দলের দেখা হবেই, সুযোগ থাকছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টেও। এর আগে অবশ্য মুখেও জবাব দেওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় বোলারদের। কেননা, অতীত ইতিহাস বলে, মাঠের আগে বিতর্কিত বিষয়গুলোতে দুই দলের খেলোয়াড়েরা মুখেই জবাব দেন একে অপরকে।

নিজের সময়ে ভারতের কোনো বোলারকে ভয়ংকর হিসেবে না দেখলেও পাকিস্তানের বোলারদের মধ্যে দেখেছেন শেহজাদ। নিজ দেশের মধ্যেও শুধু একজনকেই মনে করেন তিনি। আর তিনি হচ্ছেন গতি তারকা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। তিনি বলেছেন, ‘শোয়েব আখতারের বাইরে আর কাউকে স্মরণ করতে পারছি না। যখন দলে এলাম, সে ইতিমধ্যে দ্য শোয়েব আখতার। পুরোনো বলে তার করা ৬ থেকে ৮টা রিভার্স সুইং বল মোকাবিলা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত